Shree Cement এসে সব বদলে দিল, আক্ষেপ ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়কের

লাল হলুদ জার্সিতে কাটানো সাতটা বছর কখনও ভোলার নয়। ইচ্ছা ছিল ইস্টবেঙ্গল থেকে অবসর নেওয়ার। কিন্তু তা আর হয়নি। ‘ শ্রী সিমেন্ট (Shree Cement) আসার…

লাল হলুদ জার্সিতে কাটানো সাতটা বছর কখনও ভোলার নয়। ইচ্ছা ছিল ইস্টবেঙ্গল থেকে অবসর নেওয়ার। কিন্তু তা আর হয়নি। ‘ শ্রী সিমেন্ট (Shree Cement) আসার পর সব কেমন বদলে গেল ‘। লালরিন্ডিকা রালতের গলায় ঝড়ে পড়ছিল আক্ষেপ। 

রালতে ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক। বহু যুদ্ধের সৈনিক। অল্প বয়সেই অবসর নিয়েছেন পেশাদার ফুটবল থেকে। চোট সমস্যা ভুগিয়েছিল। এরপর অতিমারি অধ্যায়। শ্রী সিমেন্টের আগমন।

এসসি ইস্টবেঙ্গলের টুইটার পেজে এখনও ঝলমল করছে, “24 November, 2013. Lalrindika Ralte r বাঁ পায়ের shot এ মোহনবাগান এর জাল কেঁপে গেছিলো । মাঠে উপস্থিত প্রায় 40 50 হাজার ইস্টবেঙ্গল সমর্থক পাগলের মতো উন্মাদ হয়ে গেছিলো । কোনোদিন ভুলবোনা সেই দিনটা। আমরা জিতে ফিরেছিলাম । ” 

সেদিনের ম্যাচের নায়কও বঞ্চিত। সাক্ষাৎকারে বলেছেন, ‘ আমি ক্লাবের সঙ্গে আরও সময় কাটাতে চেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। অবসর পর্যন্ত খেলতে চেয়েছিলাম লাল হলুদ জার্সি পরে। শ্রী সিমেন্ট আসার পর ক্লাবের পরিবেশ বদলাতে শুরু করেছিল। এবং আমার যাত্রা শেষ হল।’