Krishnakumar Kalyani: প্রয়াত উত্তরবঙ্গের তৃণমূল নেতা কৃষ্ণকুমার কল্যাণী

ফের শোকের ছায়া তৃণমূলে। প্রয়াত উত্তরবঙ্গের তৃণমূল নেতা তথা চা শিল্পপতি কৃষ্ণকুমার কল্যাণী (Krishnakumar Kalyani)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মঙ্গলবার শ্বাসকষ্ট জনিত সমস্যা…

Krishnakumar Kalyani

ফের শোকের ছায়া তৃণমূলে। প্রয়াত উত্তরবঙ্গের তৃণমূল নেতা তথা চা শিল্পপতি কৃষ্ণকুমার কল্যাণী (Krishnakumar Kalyani)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মঙ্গলবার শ্বাসকষ্ট জনিত সমস্যা হওয়ায় তাঁকে জলপাইগুড়ির এক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গিয়েছে, হাসপাতালে ভর্তি করানোর পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকরা তার পরিবারকে কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেয়।

জানা গিয়েছে, পরিবারের তরফে তৃণমূল নেতাকে মুম্বাইতে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর ব্যবস্থা করা হচ্ছিল। কিন্তু সেই সময়টুকু তিনি দেননি। তার আগেই পরলোকগমন করেন তৃণমূল নেতা। রাজনৈতিক জীবনে কৃষ্ণকুমার কল্যাণী উত্তরবঙ্গের একটি পরিচিত নাম। রাজনীতিতে প্রণব মুখোপাধ্যায়কে নিজের গুরু বলে মনে করতেন তিনি।

   

রাজনীতির পাশাপাশি, চা বাগান মালিক হিসেবেও জলপাইগুড়িতে পরিচিত ছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উত্তরবঙ্গের একজন শীর্ষস্থানীয় চা শিল্পপতি কৃষ্ণ কুমার কল্যাণীর অকাল মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তাঁর পরিবার ও অনুসারীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।