ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক শুরু হোক, বললেন পাক শিল্পপতি

মাত্র এক সপ্তাহ হল পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রী হওয়ার পরই ভারতের প্রতি বিশেষ বার্তা দিয়েছে। এবার ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন…

Pak industrialist Mian Muhammad Mansha

মাত্র এক সপ্তাহ হল পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রী হওয়ার পরই ভারতের প্রতি বিশেষ বার্তা দিয়েছে। এবার ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানের শীর্ষস্থানীয় ব্যবসায়ী মিয়াঁ মহম্মদ মানসা (Mian Muhammad Mansha)। পাকিস্তানের এই ধনকুবের জানালেন, ফের ভারত-পাক বাণিজ্যিক সম্পর্ক শুরু করার সময় হয়েছে।

ভারতের আইপিএল ক্রিকেট নিয়েও মুখ খুলেছেন এই ব্যবসায়ী। পাকিস্তানের অন্যতম সেরা ব্যবসায়ীক সংস্থা নিশাত কনগ্লোমারেটের প্রধান মানসা। পাকিস্তানের শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবেই উঠে আসে মানসার নাম। তিনি মনে করেন ভারত পাকিস্তানের সম্পর্ক ঠিক করা অত্যন্ত জরুরি। দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, পর্যটন সবকিছু নতুন করে শুরু হওয়া দরকার।

   

কাশ্মীর প্রসঙ্গে এই শিল্পপতি বলেছেন, কাশ্মীর সমস্যা নিয়ে তাড়াহুড়ো করলে চলবে না। ধীরে ধীরে এই সমস্যা মিটিয়ে ফেলতে হবে। তবেই সীমান্তে উত্তেজনা কমবে। এ প্রসঙ্গে ভারত-চিন সীমান্ত সমস্যার কথা উল্লেখ করে মানসা বলেন, সীমান্ত নিয়ে বেজিং ও দিল্লির মধ্যে বিবাদ রয়েছে। কিন্তু তা সত্ত্বেও ভারত চিনের কাছ থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি করে। তাহলে ভারত পাকিস্তানের সম্পর্ক কেন থেমে থাকবে? মনে রাখতে হবে, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক থাকা দরকার। প্রতিবেশীর সঙ্গে ভাল সম্পর্ক বজায় থাকলে আর কাউকে প্রয়োজন হয় না। আমরা কেউই কোনওভাবে আমাদের প্রতিবেশীদের পাল্টাতে পারি না। ভারত থেকে পণ্য আমদানি করলে আখেরে যে পাকিস্তানের লাভ হবে সেটাই বুঝিয়ে দিয়েছেন এই শিল্পপতি।

মানসা বলেছেন, আমরা চিন থেকে প্রচুর পণ্য আমদানি করি। কিন্তু তাতে আমদানির খরচ অনেক বেশি পড়ে। কিন্তু সেই একই পণ্য ভারত থেকে অনেক কম খরচে যদি আমদানি করা যায় তাহলে তো দেশের মানুষের সুবিধা হবে।

আইপিএল ক্রিকেট প্রসঙ্গে মানসা বলেন, ভারতের উচিত পাক ক্রিকেটারদের আইপিএল খেলার অনুমতি দেওয়া। একইভাবে ভারতের ক্রিকেটরাও পাকিস্তান আসুন সুপার লিগ খেলতে। ক্রিকেটের মত বড় ব্যবসা এখানে খুব কমই রয়েছে। কিন্তু সেই ক্রিকেটকে আমরা বন্ধ করে দিয়েছি। এতে দু’দেশের ক্ষতি হচ্ছে।

মানসা আরও বলেন করোনার কারণে ভেঙে পড়েছে দেশের অর্থনীতি। এই পরিস্থিতিতে ভারত-পাকিস্তান বাণিজ্য চালু হলে দু’দেশেরই উপকার হবে। বাণিজ্যিক কার্যকলাপ চালু হলে শান্তিও ফিরবে।