Malda: বৈষ্ণবনগরে ফের বোমাতঙ্ক, কারা আনছে এসব

বেশ কিছুদিন ধরে রাজ্যের বেশ কিছু জায়গা থেকে উদ্ধার করা হচ্ছে বোমা ও আগ্নেয়াস্ত্র। এবার ফের বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার (Malda) বৈষ্ণবনগরের মির্জাচক…

Crude bombs

বেশ কিছুদিন ধরে রাজ্যের বেশ কিছু জায়গা থেকে উদ্ধার করা হচ্ছে বোমা ও আগ্নেয়াস্ত্র। এবার ফের বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার (Malda) বৈষ্ণবনগরের মির্জাচক ঘোষপাড়ায়।

সোমবার রাতে স্থানীয় এক মহিলা পাঁচিলের পাশে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান। খবর যায় থানায়। রাতে পুলিশ এসে দেখে ব্যাগের ভিতরে রয়েছে তাজা বোমা।

   

বাড়ির মালিক জানিয়েছেন, সোমবার রাতে শৌচাগারে যাচ্ছিলেন তিনি। তখন পাঁচিলের পাশে একটি পরিত্যক্ত ব্যাগ দেখে তাঁর সন্দেহ হয়। পরিবারের লোকেদের জানান সেই কথা। এর পর পুলিশে খবর দেওয়ার সিদ্ধান্ত হয়। পুলিশ পৌঁছে ব্যাগের মুখ খুলে দেখে তার মধ্যে রয়েছে বেশ কয়েকটি তাজা বোমা।

এছাড়াও জানা গিয়েছে, যে জায়গায় বোমাগুলি রাখা হয়েছে তাতে অনুমান, বাইরে থেকে কেউ এসে বোমা রেখে গিয়েছে। যে পরিবারের বাড়ির বাইরে বোমা রেখে যাওয়া হয়েছে তারা কোনও দুষ্কর্মে যুক্ত থাকতে পারে না। পরিকল্পনামাফিক তাঁদের ফাঁসানোর জন্য এই কাজ করে থাকতে পারে দুষ্কৃতীরা।

অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত কোন‌ও ব্যক্তি এইভাবে বোমাগুলিকে রেখে গেছে বলেই মনে হচ্ছে । পাশে মাঠ ও জঙ্গল থাকায় অন্ধকারে বোমাগুলি রেখে যেতে সুবিধা হয়েছে তাদের । এই বোমাগুলি ফেটে গিয়ে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারত । এর আগে কালিয়াচকে বোমা ফেটে জখম হয়েছে কয়েকজন শিশু।

মালদার বৈষ্ণবনগর ও কালিয়াচক বোমা শিল্পের কেন্দ্র বলে কুখ্যাত।