সিপিআইএমের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ (Lakshan Seth) তৃণমূলের যোগদানের ইচ্ছা প্রকাশ করলেন। ৭২ তম জন্মদিন প্রাক্তন সাংসদের এমন ইচ্ছায় পূর্ব মেদিনীপুর জেলা রাজনীতিতে তীব্র আলোচনা। বর্তমান সরকারের বহুমুখী কর্মসূচিকে স্বাগত জানান প্রাক্তন বাম সাংসদ।
সিপিআইএম ছেড়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। পরে বিজেপি ছেড়ে যোগ দেন জাতীয় কংগ্রেসে। এখন তৃণমূল কংগ্রেসে যোগ দিতে মরিয়া লক্ষ্মণ শেঠ।
এক সময়কার হলদিয়ার বাদশা বলে পরিচিত লক্ষ্মণ শেঠ বললেন বামপন্থীদের বহুগুণ বর্তমান সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রয়েছেন। সেজন্যই তিনি ও তার কর্মসূচিগুলো কে ভালো লাগে।
দলবিরোধী কাজের অভিযোগে সিপিআইএম থেকে বহিষ্কৃত হয়েছিলেন লক্ষ্মণ শেঠ। তারপর নিজের দল গড়েছিলেন। এরপর বিজেপিতে যোগ দিয়ে ফের দলত্যাগ করেন। এরপর কংগ্রেসে যোগ দিয়ে তমলুক কেন্দ্রে প্রার্থী হন। তমলুকের এই প্রাক্তন সাংসদের নাম জড়িয়েছিল নন্দীগ্রাম কাণ্ডে।