Kuntal Ghosh: জেলে গিয়েও দলের আনুগত্য বজায় রেখেছেন কুন্তল

Kuntal Ghosh

নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সাড়ে চার ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চলল হুগলীর যুব তৃণমূলের নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh)৷ নিয়োগ দুর্নীতির টাকা কার কার কাছে পৌঁছে গেছে? এটাই জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। সূত্রের খবর, এবারেও মুখ খুললেন না কুন্তল। আবার অনেকে বলেছেন, দলের আরও নেতাদের নাম জড়াতে পারে৷ সেটা বুঝেই মুখ খুললেন না তিনি।

শোনা যাচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য ফাঁস করেছেন কুন্তল৷ তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত একপ্রকার চুড়ান্ত করে ফেললেও আরও কিছুটা জল মাপতে চাইছে শাসক দল। এমনটাও নাকি শোনা যাচ্ছে, এবিষয়ে তৃণমূলের নেতৃত্বের কাছে জানানো হয়েছে। তাই মুখে একেবারে কুলুপ আঁটলেন কুন্তল৷

   

ইডি সূত্রে খবর, ১০ লক্ষ টাকা পার্থ চট্টোপাধ্যায়কে দেওয়ার কথা জানিয়েছে কুন্তল৷ কিন্তু হিসেব করে দেখা যাচ্ছে কুন্তল চাকরি প্রার্থীদের কাছ থেকে যে টাকা নিয়েছে, তা কয়েক কোটি পার হয়েছে। তাহলে বাকি টাকা কারা পেয়েছে? এমনকি সমস্ত নিয়োগের ক্ষেত্রে আলাদা করে রেট চার্টের বিষয়েও জানতে চাওয়া হয়েছে কুন্তলকে। এই প্রশ্ন এড়িয়ে গেছেন কুন্তল। বরং মানিক ঘনিষ্ঠ তাপসের কোর্টেই বল ছুঁড়েছেন তিনি।

এর আগে বারবার কুন্তলকে নিয়ে প্রশ্নের মুখে পড়েছে শাসক দল। প্রতিনিয়ত ছবি প্রকাশ করে শাসক দলকে কটাক্ষ করেছে বিরোধীরা৷ কুন্তল অবশ্য দাবি করেছিলেন তাপসের সঙ্গে বিজেপির যোগ রয়েছে৷ আপাতত সেটা প্রমাণের জন্যেই কুন্তলকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে অপেক্ষা করছে তৃণমূল? রাজনৈতিক মহলে এই প্রশ্ন ঘোরাফেরা করছিল। এখন সেই সম্ভাবনা মাথাচাড়া দিচ্ছে ক্রমাগত। সেকারণেই মুখে কুলুপ কুন্তলের? প্রশ্ন ওয়াকিবহাল মহলে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন