Kunal Ghosh: তৃণমূল নেতাদের গ্রেফতার করাতে NIA-র সঙ্গে বৈঠক বিজেপির? বিস্ফোরক কুণাল

ভোটের মুখে বিজেপির বিরুদ্ধে নতুন করে বিস্ফোরক অভিযোগ করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। এনআইএকে ট্যাগ করে বড় অভিযোগ করলেন কুণাল। তাঁর অভিযোগ, বহু তৃণমূল নেতার…

ভোটের মুখে বিজেপির বিরুদ্ধে নতুন করে বিস্ফোরক অভিযোগ করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। এনআইএকে ট্যাগ করে বড় অভিযোগ করলেন কুণাল। তাঁর অভিযোগ, বহু তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালানো হবে। ইতিমধ্যে তালিকাও তৈরি হয়ে গিয়েছে বলে দাবি কুণালের। 

নিজের এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন,’নিউ টাউনের বাসিন্দা এবং এনআইএ-র এসপি ডি আর সিংয়ের সঙ্গে দু’বার বৈঠক করেছেন বিজেপির দুই প্রার্থী। গ্রেফতার করার জন্য তৃণমূল নেতাদের নামের তালিকাও তুলে দেওয়া হয়েছে, এটা সত্যি না মিথ্যে? ইতিমধ্যে কয়েকজনের বিরুদ্ধে নোটিস জারি হয়েছে, কালও আরও ইস্যু করা হবে। নিজাম প্যালেসেও আধিকারিকদের সঙ্গে একই বিষয় নিয়ে বৈঠক করেছেন বিজেপির এক নেতা, এটা সত্যি না মিথ্যে?’

 

কুণালের আরও  প্রশ্ন, ‘বিজেপির দেওয়া তালিকা অনুযায়ী কি কাল তৃণমূলের কিছু কর্মীকে গ্রেফতার করবে এনআইএ?’   এদিন সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন, ‘পূর্ব মেদিনীপুর সহ বেশ কিছু এলাকায় তল্লাশি চালাবে NIA। এরপর গ্রেফতার করা হবে। ইতিমধ্যে তালিকা তৈরি হয়ে গেছে।’