IPL 2024: কেকেআর-এ নতুন ক্রিকেটার, আইপিএলের অন্য দলে যোগ দিলেন মহারাজ

আইপিএল ২০২৪ (IPL 2024)-এর ৯টি ম্যাচ হয়েছে। এরই মধ্যে দুই দলের স্কোয়াড পরিবর্তনের খবর সামনে এসেছে। আসলে প্রসিদ্ধ কৃষ্ণার রাজস্থান রয়্যালস ছাড়ার সিদ্ধান্ত আগেই হয়ে…

IPL 2024 KKR

আইপিএল ২০২৪ (IPL 2024)-এর ৯টি ম্যাচ হয়েছে। এরই মধ্যে দুই দলের স্কোয়াড পরিবর্তনের খবর সামনে এসেছে। আসলে প্রসিদ্ধ কৃষ্ণার রাজস্থান রয়্যালস ছাড়ার সিদ্ধান্ত আগেই হয়ে গিয়েছিল। অন্যদিকে কেকেআরের (KKR) স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন আফগান স্পিনার মুজিব উর রহমান। তাঁর জায়গায় দলের সঙ্গে যুক্ত হয়েছেন আফগানিস্তানের ১৬ বছর বয়সী রহস্য স্পিনার। এ ছাড়া রাজস্থান রয়্যালসে (RR) প্রসিদ্ধ কৃষ্ণের জায়গায় এসেছেন এক নামকরা খেলোয়াড়।

কেকেআর ও রাজস্থান রয়্যালসের স্কোয়াড এখন বদলেছে। মুজিব উর রহমানের পরিবর্তে কলকাতা দলে ঢুকেছেন ১৬ বছর বয়সী আফগান স্পিনার মহম্মদ গজনফর। সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছে গজানফরের। খেলেছেন দু’টি ওয়ানডে। ২০ লক্ষ টাকার বেস প্রাইসে গজনফরকে সই করিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়া রাজস্থান দলে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা খেলোয়াড় কেশব মহারাজ।

আইপিএল ২০২৪-এ এই মুহূর্তে দুই দলই দারুণ শুরু করেছে। কেকেআর তাদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিতেছিল। রাজস্থান রয়্যালস তাদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে। প্রথম ম্যাচে অধিনায়ক সঞ্জু স্যামসন ভালো খেলেছেন। দ্বিতীয় ম্যাচে নজর কেড়েছেন রিয়ান পরাগ। একই সঙ্গে চাহাল, বার্জার ও বোল্ট বোলিংয়ে ভালো পারফরম্যান্স করেছেন।

কেকেআরের নতুন স্কোয়াড

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতিশ রানা, রিঙ্কু সিং, রহমানউল্লাহ গুরবাজ, সুনীল নারিন, ফিল সল্ট, সুয়াশ শর্মা, অনুকূল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, মিচেল স্টার্ক, মহম্মদ গজনফার, শেরফানে রাদারফোর্ড, গাস অ্যাটিঙ্কসন, মণীশ পাণ্ডে, কেএস ভরত, চেতন সাকারিয়া, অঙ্গৃশ রঘুবংশী, রমনদীপ সিং, সাকিব হোসেন।

রাজস্থান রয়্যালসের নতুন স্কোয়াড

সঞ্জু স্যামসন (অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, কেশব মহারাজ, নবদীপ সাইনি, আবেশ খান, যশস্বী জয়সওয়াল, কুলদীপ সেন, সন্দীপ শর্মা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, কুনাল সিং রাঠোর, জস বাটলার, শিমরন হেটমায়ার, ডোনোভান ফেরেইরা, রোভম্যান পাওয়েল, শুভমান দুবে, নন্দে বার্জার, টম কোলহার ক্যাডমোর, আবিদ মুশতাক।