Loksabha election 2024: ভোটের প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে সায়নী ঘোষ

লোকসভা ভোটের প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সায়নী ঘোষ। শুক্রবার সকালে ভোটের প্রচারে গিয়ে রাস্তা-নিকাশি নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী…

sayoni ghosh

লোকসভা ভোটের প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সায়নী ঘোষ। শুক্রবার সকালে ভোটের প্রচারে গিয়ে রাস্তা-নিকাশি নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।

এইদিন সকালে কালীবাজার এলাকার মন্দিরে পুজো দিয়ে শুরু করেন ভোট প্রচার। শিবমন্দিরে পুজো দিয়ে,যাদবপুরের কালীবাজারে প্রচার শুরু করেন সায়নী ঘোষ। সোনারপুরে তিনি হুট খোলা গাড়িতে প্রচার করছিলেন। ঠিক এমন সময় একজন মহিলা স্থানীয় এলাকার রাস্তাঘাট এবং নিকাশি ব্যবস্থা নিয়ে অভিযোগ করেন। তাঁর সঙ্গে যোগ দেন বাকি মাহিলারাও। ভোট না দিলে রাস্তা হবে? প্রশ্ন যাদবপুরের তৃণমূল প্রার্থীর । ‘ভোট দিলেও রাস্তা হবে না’, পাল্টা সরব হয় এলাকাবাসী। এছাড়াও স্থানীয় মহিলারা বলেন, ”জল নেই, রাস্তা খারাপ ভোট দেব না।”

সায়নী ঘোষ আরও বলেন, ”অর্থনৈতিক সাহায্য ছাড়া কোনও কিছুই সম্ভব নয়। আর কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করেছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই। তাই সংসদে গিয়ে আমাদের অধিকার ছিনিয়ে আনতে হবে।”

প্রসঙ্গত এই কেন্দ্র থেকে সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্যক এবং বিজেপির প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তিন প্রার্থীই জোরকদমে প্রচার শুরু করেছে। শেষপর্যন্ত যাদবপুর লোকসভা কেন্দ্র কার ভাগ্যে যায় সেটাই দেখার।