Nandigram: তৃণমূল মহিলা কর্মীকে গাছে বেঁধে মারধর, ক্ষুব্ধ কুণাল বললেন ‘পুলিশ ন্যাকা ষষ্ঠী’

রাজ্য পুলিশকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। নন্দীগ্রামে তৃণমূলের এক মহিলা কর্মী সোমা জানাকে গাছে বেঁধে মারার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায়…

suvendu-kunal

রাজ্য পুলিশকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। নন্দীগ্রামে তৃণমূলের এক মহিলা কর্মী সোমা জানাকে গাছে বেঁধে মারার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র উত্তেজনা জন্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ঘটনাস্থলে পৌঁছেছেন কুনাল ঘোষ। কুনাল ঘোষ এবার শুধু বিজেপির বিরুদ্ধে প্রশ্ন তুলছে এমন নয়, এবার তাকে দেখা গেল পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলতে।

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে পৌঁছে
কুনাল ঘোষ পুলিশকে নিশানা করে বলেন, “পুলিশ ন্যাকা ষষ্ঠী, একটা মেয়েকে গাছে বেঁধে মারল। ২৪ ঘন্টার বেশি হয়ে গেল একজন অ্যারেস্ট হয় না? তার মেন একিউজড খোলা ঘুরে বেড়াচ্ছে। আমরা পুলিশের সঙ্গে কথা বলে যাব কিন্তু আমাদের কর্মীরা যাতে কোনভাবে উত্তেজিত না হন আমরা সেই আবেদন করব”।

তিনি তৃণমূলের কর্মীদের শান্ত থাকার বার্তা দিয়ে বলেন “আমি কর্মীদের বার্তা দিচ্ছি বিজেপি অকথ্য অত্যাচার করেছে সিপিএমের হার্মাদরা এসে অত্যাচার করেছে। মেরেছে ঘরছাড়া করেছে এই বোনটাকে গাছে বেঁধে মেরেছে। কিন্তু আমি পরিষ্কার ভাবে বলছি, আমাদের কর্মীদের কাছে আমাদের বার্তা কেউ পাল্টা মারবেন না কেউ কারোর গায়ে হাত তুলবেন না। কেস টা তাহলে সমান সমান হয়ে যাবে”।

পুলিশকে হুমকির সুরে বলেন,”পুলিশকে আমরা ২৪ ঘন্টার সময় দিয়েছি, তারা যদি এই সময়ের মধ্যে অ্যারেস্ট না করতে পারে তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ ঘোষণা করতে বাধ্য হব। সোমা জনাকে যারা গেছে বেঁধে মেরেছে, এগুলো সভ্যতার লজ্জা, নরকের কীট একসময় যেগুলো নন্দীগ্রামে সিপিএমের গুণ্ডা ছিল সেই জানোয়ার গুলো এখন বিজেপিতে গিয়ে একই সন্ত্রাস করছে। আমরা কথা বলছি ওনার বাড়িতে যেন পুলিশ ওদের প্রটেকশনের ব্যবস্থা করে। আমরা তার দায়িত্ব নিচ্ছি”।