Kraigg Brathwaite: ২০১৯ ব্রেথওয়েট সমস্যার কি আবার পুনরুক্তি ২০২৩ এ?

ডমিনিকার প্রথম টেস্ট কি একটি পুরোনো বিতর্কের পুনরাবৃত্তির গন্ধ পাচ্ছে? হয়তো তাই। বিশেষত ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েটের বোলিং নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। এই টেস্টও…

ডমিনিকার প্রথম টেস্ট কি একটি পুরোনো বিতর্কের পুনরাবৃত্তির গন্ধ পাচ্ছে? হয়তো তাই। বিশেষত ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েটের বোলিং নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। এই টেস্টও যেন সেই দিকেই এগোচ্ছে।

একটু পিছনের পাতা ঘাঁটলেই পাওয়া যাবে যে ২০১৯ সালে ঠিক এমনই এক ওয়েস্ট ইন্ডিজ সফরে এই ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেই প্রশ্ন তোলা হয় ব্রেথওয়েটের বোলিং অ্যাকশন নিয়ে। তার ঠিক দু’বছর আগেও একই সমস্যা দেখা দেয়। ২০১৭ তেও আইসিসির খাতায় জমা পড়ে ব্রেথওয়েটের বোলিং নিয়ে নালিশ।

যদিও দুবারই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে আইসিসি। 

বস্তুত ডমিনিকাতে দ্বিতীয় দিন বিরাট কোহলির কিছু মন্তব্যের কারণের পুরোনো পাতা নাড়াঘাটা করা। কিন্তু কী হয়েছিল এইদিন?

৮০ বল অবধি কোনো বাউন্ডারি মারতে পারেননি বিরাট। ব্যাট করাকালীন এতটুকু খুশি ছিলেন না ব্রেথওয়েটের বোলিং নিয়ে। উইসডন ও অন্যান্য অন্যান্য কিছু রিপোর্ট অনুযায়ী, মাঠে স্টাম্প মাইকের কাছে যশশ্বী জয়সওয়ালের দিকে বিরাটকে বলতে শোনা যায়, “ও যেন ইঁট ছুঁড়ছে যেন!”

ঘটনাক্রমে ব্রেথওয়েটই বোলিং করছিলেন। তাই ধরেই নেওয়া হয়, তাঁর উদ্দেশ্যেই বলা হয়েছে কথাটি। তবে দলের তরফ থেকে কোনো রকম অভিযোগ আসেনি ব্রেথওয়েটের বিরুদ্ধে।

এবার দেখা যাক আইসিসির রুল বুক কী বলছে? বলটি ছাড়ার আগে অবধি বোলিং আর্মটি অনুভূমিক অবস্থানে পৌছানোর সময় হাত এবং কনুই যদি ১৫ ডিগ্রির বেশি অতিক্রম করে, তবে সেই বোলিং হবে অনৈতিক।

ভারতীয় দল থেকে এখনো কোনো অভিযোগ না গেলেও দুই টেস্টের পরও যে কোনো অভিযোগ যাবে না, তার কোনো নিশ্চয়তা নেই।