কেষ্টর কন্যাও লজ্জা পেল! টিউশনি পড়িয়েই বালুর মেয়ে কোটিপতি

গত বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করে ইডি। টানা ২০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ভোররাতে তাকে গ্রেফতার করে ইডি। এই ঘটনা সামনে আসতেই…

গত বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করে ইডি। টানা ২০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ভোররাতে তাকে গ্রেফতার করে ইডি। এই ঘটনা সামনে আসতেই রাজ্য রাজনীতি সরগরম। উঠে এসেছে বর্তমান বনমন্ত্রীর একাধিক নামে বেনামে সম্পত্তি। এর সঙ্গে জড়িয়ে পড়েছে মন্ত্রীর পরিবার। তার মেয়ের একার ৪ কোটি সম্পত্তি। তিনি জানিয়েছেন এটা তার টিউশনি করে জমানো টাকা। এই নিয়ে বিরোধী পক্ষের একের পর এক তির এসেছে।

এই বিষয়ে সুর চড়িয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তিনি বলেন, ‘এখনও পর্যন্ত মেয়ের নামে ২০টি কোল্ড স্টোরেজ, ১০টি রাইস মিল। কেবলমাত্র টিউশন করে ব্যাঙ্কে জমানো টাকার পরিমাণ ৪ কোটি ৩৭ লক্ষ। সমস্ত বেকার যুবক-যুবতী, যাঁরা হাজার দিন ধরে ধর্না দিচ্ছেন, তাঁদের গিয়ে টিউশন করে টাকা উপার্জনের উপায়টা শেখাতে পারতেন।’

অন্যদিকে আবার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ‘তাঁর কন্যা প্রাইভেট পড়িয়ে ৪ কোটি টাকা ইনকাম করেছেন, বিশ্বজগতে আমি প্রথম শুনতে পেরেছি। মানুষ তো সবকিছু ছেড়ে সবার আগে প্রাইভেট পড়াবে তাহলে। আমিও আমার মিনিস্ট্রি ছেড়ে দিয়ে কাল থেকে প্রাইভেট পড়ানো শুরু করব, যদি ৪ কোটি টাকা ইনকাম করতে পারি।’

অন্যদিকে গ্রেফতারির পর আদালতে দাড়িয়ে অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক। তারপর সেখান থেকে তাকে উদ্ধার করে কলকাতা অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। এখনো পর্যন্ত তিনি চিকিৎসাধীন রয়েছে। এই কোটি কোটি টাকার সম্পত্তির ঠিকানা ইডির হাতে আসার পর থেকে গরম রয়েছে তৃণমূলের অন্দরের আবহাওয়া।