Weather Update: আজ থেকে ঝমঝমিয়ে বৃষ্টি ! ভিজবে কোন কোন জেলা ?

পুবালি হওয়ার জের। একধাক্কায় ৪ ডিগ্রি বাড়ল শহরের তাপমাত্রা। নতুন করে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা না থাকলেও বৃষ্টি শুরু হয়েছে বেশ কয়েকটি জায়গায় (Weather…

পুবালি হওয়ার জের। একধাক্কায় ৪ ডিগ্রি বাড়ল শহরের তাপমাত্রা। নতুন করে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা না থাকলেও বৃষ্টি শুরু হয়েছে বেশ কয়েকটি জায়গায় (Weather Update)। কোনও কোনও জায়গায় দেখা গিয়েছে মেঘলা আকাশ ।

হাওয়া অফিস মঙ্গলবার থেকেই বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হওয়ার পূর্বাভাস দিয়েছিল।চলবে শুক্রবার পর্যন্ত। আজকেও কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।বুধবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতাতে। অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা।

   

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃহস্পতিবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্রবার দু’এক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। নদিয়া এবং উত্তর-দক্ষিণ ২৪ পরগনাতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। তবে তাপমাত্রা খুব একটা কমবে না বৃষ্টিপাতের দরুন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা কমার সেভাবে সম্ভাবনা নেই। বৃষ্টিপাতের জন্য তাপমাত্রা বাড়তে পারে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ  দার্জিলিং এবং কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিঙে তুষারপাতেরও সম্ভাবনা আছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও ও কোচবিহারে হালকা বৃষ্টি হবে। বাকি তিনটি জেলায় (উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা) বৃষ্টি হবে না। কালিম্পঙে শিলাবৃষ্টি হবে।

কলকাতায় বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াল এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি।