Hemant Soren: বিজেপির দাবি, হেমন্তকে পালাতে সাহায্য করেছিল কেজরিওয়াল

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে (Hemant Soren) দিল্লি থেকে রাঁচিতে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার অভিযোগ করেছেন বিজেপি নেতা নিশিকান্ত দুবে। বিজেপির…

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে (Hemant Soren) দিল্লি থেকে রাঁচিতে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার অভিযোগ করেছেন বিজেপি নেতা নিশিকান্ত দুবে।

বিজেপির এমন দাবি ও বুধবার জমি কেলেঙ্কারির মামলায় ইডি জেরার মুখে হেমন্ত সোরেন-দুটি ঘটনায় রাঁচি সরগরম। মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা করছে জেএমএম-কংগ্রেস-আরজেডি বিধায়করা। তবে হেমন্ত সোরেন কেন ও কোথায় তিরিশ ঘণ্টার বেশি নিরুদ্দেশ ছিলেন তাতে বিতর্ক বাড়ল বিজেপির অভিযোগে। এর প্রত্যুত্তরে আম আদমি পার্টি নীরব।

বিজেপি নেতা নিশিকান্ত দুবে এক্স-এ একটি পোস্টে লিখেছেন, “তথ্য অনুসারে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনজিকে দিল্লি থেকে রাঁচি পর্যন্ত পালাতে সহায়তা করেছিলেন। তিনি বারাণসী পর্যন্ত সাহায্য করেছিলেন, তারপরে রাঁচির মন্ত্রী মিথিলেশ ঠাকুর তাকে (হেমন্ত সোরেন) রাঁচিতে নিয়ে যেতে সহায়তা করেছিলেন। ‘চোর চোর মৌসেরা ভাই’।”

মঙ্গলবার ইডি মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে পারে এমন জল্পনার মধ্যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন শাসক জোটের বিধায়ক ও মন্ত্রীদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন হেমন্ত সোরেন। হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হলে তাঁর স্ত্রী কল্পনা সোরেন দায়িত্ব নিতে পারেন এমন গুঞ্জনের মাঝে সেখানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী কল্পনা সোরেনও। রাজ্যের বিধায়ক ও মন্ত্রীদের সঙ্গে হেমন্ত সোরেনের বৈঠক প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, কল্পনা সোরেনকে মুখ্যমন্ত্রী করার ব্যাপারে ঐকমত্যে পৌঁছানো যায়নি।

প্রসঙ্গত, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে মঙ্গলবার রাঁচিতে দেখা গিয়েছিল। জমি কেলেঙ্কারির অভিযোগে অর্থ পাচারের মামলায় সোরেনকে হাজিরা দিতে বলেছে তদন্তকারী সংস্থা ইডি। সোমবার হেমন্ত সোরেনের দিল্লির সরকারি বাসভবনে তল্লাশি চালিয়ে দুটি বিলাসবহুল গাড়ি এবং নগদ ৩৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়।

আম আদমি পার্টি কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির সরকারে। আপ সরকারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও মদ কেলেঙ্কারির মামলায় বারবার জেরায় ডাকছে ইডি। তবে আপ অভিযোগ করছে, ভুয়ো মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করতে ছক তৈরি করেছে ইডি। একইভাবে ঝাড়খণ্ডের সরকারে থাকা জেএমএমের দাবি, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে ভুয়ো অভিযোগ এনে গ্রেফতার করতে চায় ইডি। অভিযোগ, এ সবই হচ্ছে মোদীর নির্দেশে লোকসভা ভোটের দিকে তাকিয়ে।