Bankura: বালিখাদানে হামলার অভিযোগে ধৃত বিজেপি বিধায়কের ‘আপ্ত সহায়ক’

অস্ত্র নিয়ে বালি খাদানে গুণ্ডামি, তোলাবাজি ও ভাঙচুরের অভিযোগ। কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহারের “আপ্ত সহায়ক” হিসেবে পরিচিত বিকাশ ঘড়ুইকে গ্রেপ্তার করল ইন্দাস থানার পুলিশ।…

BJP Calls for 12-Hour Bandh in North Bengal

অস্ত্র নিয়ে বালি খাদানে গুণ্ডামি, তোলাবাজি ও ভাঙচুরের অভিযোগ। কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহারের “আপ্ত সহায়ক” হিসেবে পরিচিত বিকাশ ঘড়ুইকে গ্রেপ্তার করল ইন্দাস থানার পুলিশ।

বৃহস্পতিবার অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে সূত্রের খবর।

এলাকায় সক্রিয় বিজেপি কর্মী ও কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহারের ‘আপ্তসহায়ক’ হিসেবেই পরিচিতি বিকাশ ঘড়ুই নামে ঐ যুবক। তিনি কোতুলপুরে বিজেপি বিধায়কের কার্যালয়ের মূল দায়িত্বে রয়েছেন।

তৃণমূল কংগ্রেস ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদের অভিযোগ, বিজেপি বিধায়ক হরকালী বিধায়কের আপ্ত সহায়ক বিকাশ ঘড়ুই অস্ত্র নিয়ে বালিখাদানে হামলা-ভাঙচুর করেন, দিনে-রাতে বন্দুক নিয়ে ঘোরাফেরা করেন।

প্রসঙ্গত, ইন্দাসেরই একটি বালি খাদানে বিধায়কের নাম করে তোলা তুলতে গিয়েছিলেন অভিযুক্ত। খাদান মালিক তা অস্বীকার করায় বিকাশ খাদান মালিককে হুমকি দেয় ও সেখানে থাকা জেসিবি-সহ বেশ কিছু যন্ত্রপাতি সে ভাঙচুর করে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফলাফল করেছে। বিজেপির দাবি, তাদের দলের কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।