ধনখড় গেলেন কালীঘাটে, রাজভবনে কীসের আলোচনা প্রশ্ন তৃণমূলের অন্দরে

ধনখড়ের সূত্র মেনে রাজ্যপাল আনন্দ বোস নামবেন মুখ্যমন্ত্রী মমতার সাথে সংঘাতে?

পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে দেশের উপরাষ্ট্রপতি হওয়ার আগে পর্যন্ত রাজ্য সরকার ও জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) মধ্যে ছিল তীব্র সংঘাতময় পরিস্থিতি। রাজভবন ও রাজ্যসরকার বাকযুদ্ধে বারবার আলোড়িত হয়েছে বঙ্গ রাজনীতি। তৎকালীন রাজ্যপাল ধনখড় ও মুখ্যমন্ত্রী মমতার মধ্যে দার্জিলিং বৈঠকের পর সেই সংঘাত কমে যায়। ধনখড়কে উপরাষ্ট্রপতি পদে আনে বিজেপি। এবার উপরাষ্ট্রপতি হিসেবে রাজ্যে ধনখড় এনেন।

মঙ্গলবার কলকাতায় এসে পৌঁছন তিনি। দিল্লি থেকে বিমানবন্দরে নেমে সোজা চলে যান কালীঘাটে। কালী মন্দিরে পুজো দিয়ে রাজভবনে চলে যান তিনি। মন্দিরে প্রবেশ বা বেরনোর সময় কোনও কথা বলেননি তিনি। হাত নাড়তে নাড়তে বেরিয়ে যান তিনি।

   

ঝটিকা সফরেই কলকাতায় এসেছেন উপরাষ্ট্রপতি ধনখড়। কালীঘাট থেকে ধনখড় চলে যান রাজভবনে। নতুন রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

নতুন রাজ্যপালের সাথে উপরাষ্ট্রপতির আলোচনা নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে চলছে আলোচনা। এবার কি ধনখড়ের সূত্র মেনে আনন্দ বোস নামবেন মুখ্যমন্ত্রী মমতার সাথে সংঘাতে? আচমকা প্রাক্তন ও বর্তমান রাজ্যপালের বৈঠক নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা প্রবল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন