HomeWest BengalKolkata Cityমহিলাদের নিয়ে কুমন্তব্যের জেরে রাতারাতি সাসপেন্ড তৃণমূল নেতা

মহিলাদের নিয়ে কুমন্তব্যের জেরে রাতারাতি সাসপেন্ড তৃণমূল নেতা

- Advertisement -

আরজি কর নিয়ে এক প্রতিবাদ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মহিলাদের সামনেই প্রতিবাদী মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন অশোকনগর-কল্যাণগড় পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী অতীশ সরকার। মহিলাদের নিয়ে কুমন্তব্যের জেরেই এবার দল থেকে বহিষ্কৃত হলেন তৃণমূল নেতা অতীশ সরকার। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে দলের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছিলেন, “প্রতিবাদী মহিলাদের ছবি বিকৃত করে দেওয়ালে টাঙিয়ে রাখার কথা বলেছিল ওই তৃণমূল নেতা, তাঁকে এক বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে দল।” 

পরপর শীর্ষ আমলাতান্ত্রিক পদে অধিষ্ঠিত স্বামী ও স্ত্রী

   

তাঁর মন্তব্য সামনে আসার পরেই সেই নিয়ে কটাক্ষ শুরু করেছিল বিজেপি।প্রসঙ্গত, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল বদলা নয় বরং বদলের কথা। এরপরে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই ফের শোনা গেছিল ‘ফোঁস’ করার বার্তা। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “কুৎসা, অপপ্রচার এবং চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, তাকে আপনি কামড়াবেন না ঠিকই। কিন্তু ফোঁস তো করতে পারেন। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন।” এবার তৃণমূল নেত্রীর সেই কথার রেশ টেনেই কি এদিন তৃণমূল নেতা মহিলাদের উদ্দেশ্যে এমনভাবে ‘ফোঁস’ করে উঠলেন? উঠছে প্রশ্ন।

নাবালিকাকে ধর্ষণের প্রতিবাদে রণক্ষেত্র বালুরঘাট

এদিনের প্রতিবাদ মঞ্চে ঠিক কী বলেছিলেন অতীশ সরকার?

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই ভিডিও পোস্ট করে বিজেপি নেতার দাবি, বাংলার নারীদের প্রত্যক্ষভাবে হুমকি দিয়েছেন উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভার কাউন্সিলের স্বামী। সুকান্ত মজুমদারের পোস্ট করা ভিডিওয় ওই ব্যক্তিকে বলতে শোনা গেছে, “রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য ধরে বসে আছে। আমরা যদি সকাল-সন্ধ্যায় একটু ফোঁস করি, পারবেন তো বাড়ি থেকে বেরোতে?”

দেদার ড্রোন বোমা বানানো হচ্ছে, বিজেপি শাসিত মণিপুরে মোদীর বর্ণিত ‘শান্তি’ ফিরছে!

এরপরেই ওই ভিডিওতে অতীশ সরকার বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি ব্যক্তি কুৎসা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র নিয়ে গালিগালাজ করছেন, আপনার মা-বোনের বিকৃত ছবি আপনার দালানে টাঙিয়ে দিয়ে আসব!” তবে তিনি যখন এই বক্তব্যগুলো রাখছিলেন সেই মঞ্চেই তাঁর পেছনে বসে ছিলেন কয়েকজন মহিলা। তবে তাঁদের এ বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি। এবার প্রতিবাদী মহিলাদের ছবি বিকৃত করে দেওয়ালে টাঙিয়ে দেওয়ার মতো সরাসরি চ্যালেঞ্জ ছোঁড়ার পর সেই নিয়ে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

এ নিয়ে তীব্র আক্রমণ করে সুকান্ত মজুমদার লিখেছেন, “মুখ্যমন্ত্রীর নিদানের পরই তৃণমূলের ‘গুণধর’ লুম্পেন বাহিনীর ভাষণ শুনুন! অন্যায়ের প্রতিবাদ করলেই নাকি প্রতিবাদীদের বাড়ির মা-বোনদের বিকৃত ছবি দেওয়ালে টাঙিয়ে দেবে বলছে অশোকনগর কল্যাণগড় পৌরসভার কাউন্সিলরের স্বামী।” সেইসঙ্গে তিনি আরও লিখেছেন, “রাজ্যের মহিলাদের সম্পর্কে এদের বক্তব্যে যেভাবে অতি নিম্ন রুচি, কুশিক্ষার পরিচয় উঠে আসছে সেটা রাজ্যের জন্য শুধু নয় সমাজের পক্ষেও বিপজ্জনক। বাংলার মাতৃশক্তি এর ঠিক জবাব দেবেন। এ রাজ্য থেকে তৃণমূলের বিসর্জন নিশ্চিত।”

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular