নাবালিকাকে ধর্ষণের প্রতিবাদে রণক্ষেত্র বালুরঘাট

শঙ্কর দাস, বালুরঘাট : নাবালিকাকে ধর্ষণের (Juvenile Rape) প্রতিবাদে সরকারি বাসে ভাঙচুর ও আগুন ধরিয়ে দিলেন আদিবাসিরা। ঘটনাস্থলে দমকলে পৌঁছে আগুন নেভায়। খবর পেয়ে পুলিশ…

Balurghat নাবালিকাকে ধর্ষণের প্রতিবাদে রণক্ষেত্র বালুরঘাট

শঙ্কর দাস, বালুরঘাট : নাবালিকাকে ধর্ষণের (Juvenile Rape) প্রতিবাদে সরকারি বাসে ভাঙচুর ও আগুন ধরিয়ে দিলেন আদিবাসিরা। ঘটনাস্থলে দমকলে পৌঁছে আগুন নেভায়। খবর পেয়ে পুলিশ পৌঁছালে পালিয়ে যান ভাঙচুরকারীরা। বংশীহারি থানার দৌলতপুর এলাকার ঘটনা।

গঙ্গার রিং বাঁধ ভেঙে প্লাবিত এক লক্ষ মানুষ, ত্রাণ নিয়ে তুঙ্গে রাজনীতি

   

বংশীহারির গাঙ্গুরিয়া এলাকায় আদিবাসী এক নাবালিকাকে বুধবার রাতে ধর্ষণের পর খুনে চেষ্টার ঘটনা ঘটেছিলো। অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্ত স্থানীয় তৃণমূল এক নেতার ছেলে। ধর্ষকের বিরুদ্ধে দ্রুত ফাঁসি ঘোষণার দাবিতে সোমবার ১২ ঘন্টার দক্ষিণ দিনাজপুর জেলায় বনধের ডাক দিয়েছিলেন আদিবাসী সমাজ। অন্যদিকে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন ফোরাম নামক আদিবাসীদের আরেক সংগঠন সোমবারের বনধ প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করে।

বিধানসভায় বিশেষ অধিবেশন, মঙ্গলে পাশ ধর্ষণবিরোধী বিল

সোমবার যথারীতি সকালে সরকারি বেসরকারী বাস পরিষেবা পথে নেমেছে। সকালে গঙ্গারামপুর থেকে যাত্রী বোঝাই সরকারি একটি বাস ৫১২ নং জাতীয় সড়ক ধরে কালনা যাচ্ছিলো। পথে দৌলতপুরের নিকট বনধ সমর্থকদের ১০-১৫ জনের একটি দল রাস্তায় বাসটি আটকে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা বাসটির সামনের কাঁচ ভেঙে দেওয়ার পাশাপাশি তাতে আগুনও ধরিয়ে দেন বলে অভিযোগ। ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়। যদিও ঘটনায় কেউ জখম হন নাই। পুলিশ ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে বিক্ষোভকারীরা পালিয়ে যায়।