CBI:বিশেষ উদ্যোগ সিবিআই-এর, অভিযোগ জানাতে পারবেন সন্দেশখালির বাসিন্দারা

আদালতের নির্দেশ পাওয়ার মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে তৎপর হয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁরা নির্দেশ মতো একটি মেল আইডি চালু করেছে বলে জানা গিয়েছে। যে…

cbi

আদালতের নির্দেশ পাওয়ার মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে তৎপর হয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁরা নির্দেশ মতো একটি মেল আইডি চালু করেছে বলে জানা গিয়েছে। যে মেল আইডিতে সারাসরি অভিযোগ জানাতে পারেবন সন্দেশখালির বাসিন্দারা। নারী নির্যাতন থেকে জমি কেড়ে নেওয়া কিংবা ভেড়ি দখল অথবা ধর্ষণ যে কোনও অভিযোগ সারাসরি জানানো যাবে এই মেলআইডিতে। বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ পাশাপাশি সিবিআই তাদের এক্স হ্যান্ডেলেও পোস্ট করেছে ৷

প্রসঙ্গত গত বুধবার গত বুধবার, ১০ এপ্রিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ সন্দেশখালিকাণ্ডে সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় ৷ এদিন সিবিআইকে তদন্তভার দেওয়ার পাশাপাশি একগুচ্ছ নির্দেশ দেয় আদালত ৷ এছাড়া সন্দেশখালির জন্য সিবিআইকে পোর্টাল এবং ইমেল আইডি তৈরির নির্দেশও দেন প্রধান বিচারপতি ৷ এরপরই দু’টি ই-মেল আইডি তৈরি করে সিবিআই ৷

সিবিআই তরফে সমাজমাধ্যমে জানানো হয়, ” সন্দেশখালিতে নারীদের উপর অত্যাচার, জবরদস্তি জমি দখল সংক্রান্ত সব অভিযোগ পাঠানো যাবে এই মেল আইডিতে – [email protected]।” এছাড়াও উত্তর ২৪ পরগনার জেলাশাসককে সেই ই-মেল আইডি পাঠিয়ে তা সার্কুলেট করতে বলা হয়েছে ৷ শুধু তাই নয়, সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েও বিষয়টি জানাতে বলা হয়েছে।সিবিআই সূত্রে খবর, পোর্টাল খোলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷ তবে এই বিষয়টি কিছুটা সময় সাপেক্ষ ৷ তাই তার আগে ই-মেল আইডি ক্রিয়েট করল সিবিআই।