মোটা টাকা ডিসকাউন্টে কিনুন Kawasaki Ninja 500, অফার হাতছাড়া হলে কিন্তু পস্তাবেন

অগস্ট শেষ হতেই বহুজাতিক কিংবদন্তি টু হুইলার কোম্পানি কাওয়াসাকি ইন্ডিয়া (Kawasaki India) তাদের একটি জনপ্রিয় মোটসাইকেলে লোভনীয় ডিসকাউন্টের ঘোষণা করল। চলতি মাস জুড়ে আইকনিক বাইক…

Kawasaki-Ninja-500

অগস্ট শেষ হতেই বহুজাতিক কিংবদন্তি টু হুইলার কোম্পানি কাওয়াসাকি ইন্ডিয়া (Kawasaki India) তাদের একটি জনপ্রিয় মোটসাইকেলে লোভনীয় ডিসকাউন্টের ঘোষণা করল। চলতি মাস জুড়ে আইকনিক বাইক কাওয়াসাকি নিনজা ৫০০ (Kawasaki Ninja 500) সর্বাধিক ১০,০০০ টাকা ছাড়ে কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। জানানো হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে এই অফার।

উল্লেখ্য, Kawasaki Ninja 500-এর বর্তমান বাজারমূল্য ৫.২৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ১০,০০০ টাকা ডিসকাউন্ট ধরে এখন এই বাইকের এক্স-শোরুম দাম দাঁড়িয়েছে ৫.১৪ লক্ষ টাকা। আবার এর সঙ্গে আরটিও ও বীমার খরচ মিলিয়ে কয়েক হাজার টাকা কমানো হয়েছে। তাই বলা যায়, সবমিলিয়ে বর্তমানে নিনজা ৫০০ বাইকটি ১২,০০০ থেকে ১৩,০০০ টাকা ছাড়ে কেনা যাচ্ছে। 

   

এই নতুন অফার উৎসবের মরশুমে কাওয়াসাকি নিনজা ৫০০-এর বিক্রি বৃদ্ধিতে সহায়তা করবে বলে আশাবাদী সংস্থা। প্রসঙ্গত, বাইকটি একটি ৪৫১ সিসি প্যারালাল-টুইন, লিকুইড-কুল্ড ইঞ্জিনে ছোটে। যা থেকে ৯,০০০ আরপিএম গতিতে ৪৪.৭ বিএইচপি শক্তি এবং ৬,০০০ আরপিএম গতিতে ৪২.৬ এনএম টর্ক পাওয়া যায়। মোটরকে যোগ্য সঙ্গত দিতে রয়েছে ৬-গতির গিয়ারবক্স। 

পুজোর আগে সস্তায় গাড়ি কিনুন, দুই জনপ্রিয় মডেলের দাম কমাল মারুতি সুজুকি

ফিচারের প্রসঙ্গে বললে, কাওয়াসাকি নিনজা ৫০০-এ (Kawasaki Ninja 500) রয়েছে একটি নেগেটিভ এলসিডি ক্লাস্টার, যা ব্লুটুথ কানেক্টিভিটি সমর্থন করে। এখানে রাইডিং সম্পর্কিত বিভিন্ন তথ্য ভেসে ওঠে। এছাড়া রয়েছে, ডুয়েল-চ্যানেল এবিএস, অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ। Ninja 500-এর প্রতিদ্বন্দ্বী হিসাবে উপস্থিত Aprilia RS 457, Yamaha YZF-R3 এবং KTM RC 390।

উল্লেখ্য, কাওয়াসাকির এই ডিসকাউন্টের সত্যতা যাচাই করিনি আমরা। আবার অঞ্চল ও ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের পরিমাণ ভিন্ন হতে পারে। তাই নিকটবর্তী শোরুম থেকে বাইকটি কেনার আগে অফারের প্রসঙ্গে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের পক্ষ থেকে।