Advertisements

আচার্য বিল ভোট গণনায় ‘ভুল’ স্বীকার, নতুন ফলাফল জানাল রাজ্য সরকার

Mamata Banerjee scoffs at PM over Ukraine crisis

বিধানসভায় ভোটাভুটিতে পাশ হয়েছে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি ল (অ্যামেন্ডমেন্ড) বিল, ২০২২’।  ফল প্রকাশের পর দেখা যায় বিলের (The West Bengal  University Laws Amendment Bill 2022) সমর্থনে পড়েছে ১৮২ টি ভোট, বিপক্ষে পড়েছে ৪০ টি ভোট। বিরোধী দল বিজেপির ভোটে কারসাজির অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ভোটের গণনায় ভুল হয়েছে। নতুন ফল ১৬৭-৫৫।

Advertisements

অধ্যক্ষের মন্তব্যের পর সুর চড়াল বিজেপি। বিধানসভার বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা এবং বিধায়ক মিহির গোস্বামী বলেন, এটা ভুল নয়, ইচ্ছাকৃত ভুল। ভোটে কারচুপি করার উদ্দেশ্যেই এমন কাণ্ড ঘটানো হয়েছে। বিধানসভার ডিভিশনে যদি এমন কারচুপি করা হয়ে থাকে, বিধানসভা নির্বাচনে গণনায় কীভাবে কারচুপি করা হয়েছে তা স্পষ্ট।

বিজেপির বক্তব্য, আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় বিরোধী শূন্য করতে চান। তাই বিধানসভার অন্দরেও সেই রেশ থেকে যাচ্ছে। এই ভুল নজিরবিহীন। এটা ভুল নয়। গণনায় কারচুপি করা হয়েছে। যেহেতু শুভেন্দু অধিকারী এই গণনার ফল নিয়ে আদালতে যাবেন বলেছিলেন তাই তড়িঘড়ি সঠিক ফলাফল দিতে বাধ্য হয়েছে।

Advertisements

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন,ভোটের ফলে ভুল হয়েছিল। এধরনের ভুল ভবিষ্যতে হবে না বলেই আশা করব। কী করে এমন ভুল হল, তা খতিয়ে দেখার জন্য শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। অধ্যক্ষ জানান, বিধানসভার একজন কর্মী এক নম্বর ব্লকের ভোট গুনতে ভুল করে। সেখান থেকেই সমস্যা।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল, অধিবেশনে উপস্থিত তাঁদের ৫৭ জন বিধায়কই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন। তা হলে বিপক্ষে ৪০টি ভোট পড়ে কী করে?

এর পরেই প্রশ্ন ওঠে ক্রসভোটিং নিয়ে। সব মিলিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। এমনকি ভোটে কারচুপির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন বিরোধী দলনেতা। এরই মধ্যে বিধানসভার তরফে জানানো গণনায় ভুল স্বীকার করে নেওয়া হয়।

Advertisements