Bangladesh: পদ্মা সেতু উদ্বোধনে ১০ লক্ষ জনসমাবেশ, শেখ হাসিনার সভায় নাশকতার আশঙ্কা

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ (Bangladesh) জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে আলোচিত এই সেতু। ফলে আগামী ২৫ জুন উদ্বোধনী অনুষ্ঠানের আগে নাশকতার আশঙ্কা…

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ (Bangladesh) জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে আলোচিত এই সেতু। ফলে আগামী ২৫ জুন উদ্বোধনী অনুষ্ঠানের আগে নাশকতার আশঙ্কা করছে বাংলাদেশ সরকার। পুলিশ, ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন, সেনাবাহিনী, উপকূলরক্ষী বাহিনী, বিজিবি সহ সমস্ত সশস্ত্র বাহিনীকে বিশেষ সতর্ক করা হয়েছে।

আওয়ামী লীগ সূত্রে খবর, ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান উপলক্ষে পদ্মার তীরে কাঁঠালবাড়ি ফেরিঘাটে হবে জনসভা। এই জনসভাকে ঘিরে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলা ও ঢাকার আশপাশের মানুষের ব্যাপক উপস্থিতি হতে চলেছে। কমপক্ষে দশ লক্ষ জনসমাগম হবে। এমনই দাবি আওয়ামী লীগের।

এই বিপুল জনসমাবেশে প্রধানমন্ত্রীর নিরাপত্তার বলয় আরও মজবুত করা হচ্ছে। কারণ এর আগে শেখ হাসিনার উপর বারবার হামলা হয়েছে। তিনি বিরোধী নেত্রী থাকাকালীন ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগ জনসভায় হয়েছিল জঙ্গিদের গ্রেনেড হামলা। কোনওরকমে তিনি রক্ষা পান। আরও অনেকের মৃত্যু হয়। হুজি বি সংগঠন এই হামলায় জড়িত। ষড়যন্ত্রে জড়িয়ে ততকালীন বিএনপি সরকারের মন্ত্রী আছেন জেলে।

বাংলাদেশ পুলিশ ও গোয়েন্দা বিভাগে চলেছে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক। ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগের ধারণা, পদ্মা সেতু সরকারের একটি বড় সাফল্য। সেতুটি নির্মাণের শুরু থেকেই বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচার চলেছে। সেতুর উদ্বোধনকে ঘিরে নাশকতার চেষ্টা চলছে

বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশনস) হায়দার আলি খান জানান, পদ্মা সেতুকে ঘিরে দেশের বাইরে থেকেও উসকানি দেওয়া হচ্ছে। দেশের ভেতরেও কেউ এ ধরনের কাজ করতে পারে। আমরা তাদের মনিটরিং করছি। সে অনুযায়ী ফোর্স মোতায়েন করা হয়েছে। সারা দেশেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি বলেন, কেউ নাশকতার পরিকল্পনা করে থাকলেও সফল হবে না। ষড়যন্ত্রকারীদের আমরা নজরদারিতে এনেছি।