শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে চাকরি বাতিল করল কমিশন

আদালতের নির্দেশের আগেই কড়া পদক্ষেপ কমিশনের। সহকারী শিক্ষক নিয়োগে দুর্নীতি অভিযোগ আসতেই কড়া পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন৷ মেধাতালিকার বাইরে থেকেও বাইরে থেকেও কী করে নিয়োগ এই অভিযোগে দুই কর্মরত শিক্ষকের চাকরি বাতিল করল কমিশন৷

২০১৬ সালে সহকারী শিক্ষক নিয়োগ হয়। সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। মামলা দায়ের করেন বর্ণালী সাহা। অভিযোগ, মেধাতালিকায় পিছনে নাম থাকা সত্ত্বেও দুই জনকে চাকরি দেওয়া হয়েছে। অভিযোগ আসা মাত্রই কড়া পদক্ষেপ নিল কমিশন।

   

এর আগে সহকারী শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে একাধিক জনের চাকরি বাতিল করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার হাইকোর্টের নির্দেশের আগেই পদক্ষেপ নিল কমিশন।

রাজ্যের আইনজীবীকে বলতে শোনা যায়, কমিশন চাইলে সকলের চাকরি বাতিল করে দেবে। মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম বলেন, এখানে ২ জনের চাকরি বাতিল করা হলেও একাধিক জনের নাম রয়েছে৷ আমরা তাদের নাম আদালতে তুলব

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন