IPL 2022: মার্শের দাপটে হেলায় রাজস্থান জয় দিল্লির

IPL 2022: শুধু দিল্লি ক্যাপিটালস নয়, আরসিবি-সানরাইজার্স-পঞ্জাবের মতো দলগুলিও আজ সমর্থন করছিল পন্থদের। রাজস্থানের হারের প্রার্থনায় ছিল নাইট ভক্তরাও। আশা পূরণ হল তাদের। ব্যাটে-বলে মিচেল…

Mitchell Marsh, David Warner

IPL 2022: শুধু দিল্লি ক্যাপিটালস নয়, আরসিবি-সানরাইজার্স-পঞ্জাবের মতো দলগুলিও আজ সমর্থন করছিল পন্থদের। রাজস্থানের হারের প্রার্থনায় ছিল নাইট ভক্তরাও। আশা পূরণ হল তাদের। ব্যাটে-বলে মিচেল মার্শের দাপটে রাজস্থানকে হেলায় হারাল দিল্লি। ১১ বল বাকি থাকতে ৮ উইকেট জয় ছিনিয়ে নিল রাজধানীর ফ্র্যাঞ্চাইজি।

এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান তুলেছিল রাজস্থান। দুই ওপেনার জস বাটলার এবং যশস্বী জসওয়াল ব্যর্থ হলেও, তিন নম্বরে নেমে দুরন্ত অর্ধশতরান হাঁকালেন রবিচন্দ্রন অশ্বিন। ৩৮ বলে ৫০ করেন তিনি। অ্যাশকে সঙ্গ দিলেন দেবদত্ত পালিক্কাল। ৩০ বলে ৪৮ রান করেন এই তরুণ বাঁহাতি। তবে সঞ্জু স্যামসন, রিয়ান পরাগদের ব্যর্থতায় খুব বড় স্কোর খাড়া করা হয়নি রাজস্থান রয়্যালসের।

জবাবে দ্বিতীয় বলেই শ্রীকর ভরতের উইকেট হারায় দিল্লি। কিন্তু এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি দিল্লিকে। তবে ম্যাচ শেষ করে মাঠ ছাড়া হয়নি মিচেল মার্শের। ৬২ বলে ৮৯ রান করে এই অজি অলরাউন্ডার যখন ফেরেন, তখন জয়ের জন্য মাত্র ১৭ রান প্রয়োজন ছিল ক্যাপিটালসের। তার আগে অবশ্য বল হাতেও দুটি গুরুত্বপূর্ণ উইকেট ঝুলিতে পুরেছিলেন মার্শ।

বাকি কাজটি পন্থকে সঙ্গে নিয়ে সেরে ফেলেন ডেভিড ওয়ার্নার। মার্শের মারকাটারি ব্যাটিংয়ের জন্য এদিন অবশ্য ওয়ার্নার ঝড় তোলেননি। উলটে, জাতীয় দলের সতীর্থকে দারুণ ভাবে সঙ্গ দিয়ে যাচ্ছিলেন এই বাঁহাতি ওপেনার। পন্থ নেমেই চাহালকে দুটি ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করে দেন। শেষ পর্যন্ত ৪ বলে ১৩ রান করেন অপরাজিত থাকেন দিল্লির নেতা। আর ওয়ার্নার ৪১ বলে অর্ধশাতরান পূরণ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৫২ রানে অপরাজিত থাকেন অজি তারকা।