আরসিবির ভাগ্য আইপিএলে ট্র‍্যাপিজের সুতোয় দুলছে

স্পোর্টস ডেস্ক: চলতি আইপিএলের দ্বিতীয় পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমে লজ্জার হার স্বীকার করেছে। আরসিবি ১৯ ওভারে ৯২ রানের মধ্যে…

স্পোর্টস ডেস্ক: চলতি আইপিএলের দ্বিতীয় পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমে লজ্জার হার স্বীকার করেছে। আরসিবি ১৯ ওভারে ৯২ রানের মধ্যে গুটিয়ে যায়। আর নাইট বাহিনী ব্যাট করতে নেমে ১০ ওভারে এক উইকেট জয়ের লক্ষ্যমাত্রায় পৌছে যায়। এরপরেই আরসিবি অধিনায়ক বিরাট কোহলী ড্রেসিংরুমে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন।

আরসিবি ক্রিকেটারদের ক্যাপ্টেন কোহলী ক্রিকেটারদের পেপটক দিতে গিয়ে বলেন,”আমাদের দ্রুত এই হার স্বীকার করতে হবে এবং এই হারকে ভুলে যেতে হবে। আমাদের আগামী ম্যাচের দিকে মনোযোগী হতে হবে এবং এই হারের পর মাঠে নামতে হবে প্রবলতা আত্মবিশ্বাসী হয়ে। আমরা এর আগে চলতি টুর্নামেন্টে যেভাবে ক্রিকেট খেলে সেই পারফর্মেন্সে খেলতে হবে।এটা মেনে নিতে হবে এই ফর্ম্যাটে এরকম ম্যাচ যেকোনো স্টেজে নিশ্চিতভাবে আসবে।এই হার নিয়ে আমাদের আলাদা করে চিন্তা করার কিছু নেই। আমাদের টিমকে অনেক বেশি করে ব্যালেন্স হতে হবে।”

আরও পড়ুন অধিনায়কোচিত মনোভাবের অভাব, বিরাটের বিরুদ্ধে নালিশ গেল শাহের কাছে

কেকেআরের বিরুদ্ধে হারের পরেও চলতি আইপিএলের পয়েন্ট টেবিলে কোহলীর টিম তিন নম্বরে রয়েছে। কিন্তু এতেও খুব একটা স্বস্তিতে নেই আরসিবি। নেট রান রেটে কোহলীরা সকলের থেকে পিছিয়ে রয়েছে। যদি আইপিএলের ভাগ্য নির্ধারণে নেট রান রেটের বিষয়টি সামনে চলে আসে, আরসিবি প্লে অফের দৌড় থেকে ছিটকে যেতে পারে। আর এই জায়গাতেই ক্যাপ্টেন কোহলীর কাছে মস্ত বড় চ্যালেঞ্জ। কেননা আরসিবিকে টুর্নামেন্টে ভেসে থাকতে হলে সরাসরি প্লে অফের জন্য কোয়ালিফাইং করতে হবে।

টুর্নামেন্টে বিরাট কোহলীদের নিজেদের ব্যাটিং নিয়ে আরও বেশি করে মনোযোগী হতে হবে। বিশেষ করে ক্যাপ্টেন কোহলীকে নিজের ব্যাটিং এর ওপর ফোকাস দিতে হবে। আরসিবি যদি চলতি আইপিএলে চ্যাম্পিয়ন হতে চায়, ক্যাপ্টেন বিরাট কোহলীর ব্যাটকে কথা বলতে হবে।রানের মধ্যে ফিরতে হবে।তাই সব মিলিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভাগ্য সরু সুতোয় ট্র‍্যাপিজের মতো দুলে চলেছে।