Transfer Update: মুম্বই ছেড়ে এবার কোথায় যোগ দিলেন স্টুয়ার্ট? জানুন

Transfer Update: গত কয়েক ফুটবল মরশুম থেকেই অনবদ্য পারফরম্যান্স থেকেছে মুম্বাই সিটি এফসির। একের পর এক ফুটবল দলকে পরাজিত করে বারংবার টুর্নামেন্টের প্রথম চারের লড়াইয়ে…

greg stewart

Transfer Update: গত কয়েক ফুটবল মরশুম থেকেই অনবদ্য পারফরম্যান্স থেকেছে মুম্বাই সিটি এফসির। একের পর এক ফুটবল দলকে পরাজিত করে বারংবার টুর্নামেন্টের প্রথম চারের লড়াইয়ে থেকেছে রণবীর কাপুরের এই ক্লাব। গত আইএসএল ফুটবল মরশুমেও অনবদ্য পারফরম্যান্স ছিল মুম্বাইয়ের।

সেবার সুনীল ছেত্রী বেঙ্গালুরু এফসি বিপক্ষে টুর্নামেন্টের সেমিফাইনালে হেরে বিদায় নিতে হলেও সর্বাধিক পয়েন্ট থাকা দরুন আইএসএলের লিগশিল্ড জয় করেছিল মুম্বাই। যার দরুন, পরবর্তীতে এএফসি চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ চলে আসে ভারতের এই ফুটবল ক্লাবের কাছে। আল হিলাল থেকে শুরু করে এফসি নাসাফের মত একাধিক শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হয় তাদের।

তবে খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি মুম্বাইয়ের। পরবর্তীতে ঘরের মাঠে আল হিলালের বিপক্ষে পরাজিত হতে হলেও খেলোয়াড়দের পারফরম্যান্স যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করেছিল সমর্থকদের। দলের এই অভূতপূর্ব উন্নতির ক্ষেত্রে ব্রিটিশ কোচ ডাস বাকিংহামের পাশাপাশি বিদেশি ফুটবলারদের পারফরম্যান্স ও ছিল অনস্বীকার্য।

বিশেষ করে স্কটিশ তারকা গ্রেগ স্টুয়ার্টের পারফরম্যান্স। তাদের দাপটের মধ্য দিয়েই আইএসএলের শিল্ড জয় ও পরবর্তীতে ডুরান্ডের মতো টুর্নামেন্টে অনবদ্য পারফরম্যান্স থেকেছে মুম্বাইয়ের। তবে পরবর্তীতে চোট আঘাতজনিত একাধিক সমস্যার জন্য তাকে ছেড়ে দেওয়া সিদ্ধান্ত নেয় মুম্বাই ম্যানেজমেন্ট। যারফলে, কিছুটা হলেও হতাশ হতে হয়েছিল সমর্থকদের। তিনি মুম্বাই ছেড়ে দিলেও সমর্থকদের মনের মনিকোঠায় থেকে যাবেন আজীবন।

বর্তমানে কোথায় খেলছেন এই ফুটবলার? যতদূর জানা গিয়েছে, স্কটল্যান্ডের প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব কিলমারনক এফসিতে সাইন করেছেন এই সেন্টার ফরোয়ার্ড। যার দরুন এবার থেকে এই দলের জার্সিতেই নিজেকে মেলে ধরবেন তিনি। শেষের দিকে, ভারতে নিজের পুরনো ছন্দ না থাকলেও এবার এখানেই নিজেকে পুরনো ছন্দে ফিরিয়ে আনতে চান স্টুয়ার্ট।