HomeWest BengalKolkata CitySovan Chatterjee: কলকাতায় পরপর বিদ্যুত ছোবলে মৃত্যু, আচমকা সরব প্রাক্তন মেয়র শোভন

Sovan Chatterjee: কলকাতায় পরপর বিদ্যুত ছোবলে মৃত্যু, আচমকা সরব প্রাক্তন মেয়র শোভন

- Advertisement -

পুরনো অভিজ্ঞতা ফেলনা নয়। সেই মেয়র পদ সামলানোর অভিজ্ঞতা দিয়ে কলকাতায় পরপর বিদ্যুতস্পৃষ্টে মৃত্যু প্রতিরোধের উপায় দিলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। এই ঘটনায় রাজনৈতিক মহলে প্রশ্নে নিজেকে ফের গ্রহণযোগ্য করতে নেমে পড়েছেন শোভন।

একের পর এক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সরব হয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেন, একে অপরের উপর দায় চাপিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। যাতে তা কোনওমতেই জলের সংস্পর্শে না আসে, তার ব্যবস্থা করতে হবে। মাথার উপর তারের জঙ্গল সরাতে হবে। দুর্ঘটনা কমাতে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করুক সিইএসসি।

   

গত দু’সপ্তাহে তৃতীয় বার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল শহর কলকাতায়। হরিদেবপুর এবং নারকেলডাঙায় গত সপ্তাহেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দু’টি শিশুর। এখনই উলুবেড়িয়াতেও বিদ্যুতের খোলা তারে সাইকেলে জড়িয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। এরপর ট্যাংরার ঘটনায় শোরগোল পড়ে গেছে।

মঙ্গলবার কলকাতায় বিদ্যুপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়। ট্যাংরা থানা এলাকায় খাবারের দোকানের ব্যবসায়ী ওই যুবক। নিজের দোকান থেকে বের হওয়ার সময় দোকানের শাটারের লোহার ফ্রেমে হাত দিতেই বিদ্যুৎপৃষ্ট হন। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বছর ৩৫ এর মৃত যুবকের নাম বান্টি হালদার।

মৃতের স্ত্রীর দাবি, দোকান থেকে বেরিয়ে আসার সময় লাইটপোস্টে আটকে যায় বান্টির দেহ। পরে স্থানীয়রা বাঁশ দিয়ে ছাড়ান। ততক্ষণে বান্টি মৃত। ঘটনায় বিদ্যুৎ দফতর এবং বাজার কমিটির বিরুদ্ধে অভিযোগ তুলেছে বান্টির স্ত্রী। তাঁর অভিযোগ, বারবার ওই পোস্টটি সরিয়ে নেওয়ার জন্য আবেদন জানানো হলেও তা সরিয়ে নেওয়া হয়নি। পোস্টের গায়ে থাকা একটি বক্স থেকেই আগুন ছড়িয়ে বলে অভিযোগ তুলেছেন তিনি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular