Sohom Chakraborty: ভোটের মুখে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সোহম

ভোটের মুখে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী। সূত্র মারফৎ জানা গিয়েছে লোকসভা ভোটের প্রচারের পরেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। প্রথম দু’এক দিন বাড়িতে থাকার পরেই তাঁকে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর অবস্থা স্থিতিশীল আছে বলে জানা গিয়েছে। কিছুদিনের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হবেও বলে খবর।

এই তীব্র তাপদাহে কাহিল আট থেকে আশি, তার মধ্যে এই লোকসভা ভোটের জন্য দুর্বিষহ অবস্থা রাজনৈতিক নেতাকর্মীদের। ভোট প্রচারে তাঁদের অবিচল থাকতে হচ্ছে। আর এই রোদে অসুস্থ হয়ে পড়া তো স্বাভাবিক বটে। সূত্র মারফৎ জানা গিয়েছে, তৃণমূলের চণ্ডীপুরের বিধায়ক সোহমের ডিহাইড্রেশন হয়েছে। একই সঙ্গে জ্বরে কাবু অভিনতা। পরিস্থিতি গুরুতর হতে রবিবার শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় সোহমকে।

   

আরও জানা গিয়েছে যে গত সপ্তাহে দলের হয়ে মালদহ ও মুর্শিদাবাদে ভোট প্রচার করেছেন সোহম। তারপরেই অসুস্থ হয়ে পড়ে। যদিও তাঁর টিমের তরফে জানা গিয়েছে, তিনি এখন অনেকটাই ভাল আছেন। তবে তাঁর শরীর দুর্বল বলে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। খুব তাড়াতাড়ি তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন