Kolkata: মমতার আমলে বন্ধ ৮ হাজার স্কুল খোলার দাবিতে SFI মিছিলে ধুন্ধুমার

পুলিশ ও বাম ছাত্র সংগঠনের ধস্তাধস্তিতে পরিস্থিতি গরম।বিধানসভার গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা করেন বাম ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য। তাঁকে গ্রেফতার করা হয়।

রাজ্যে বন্ধ ৮ হাজার স্কুল। কেন স্কুল বন্ধ করা হচ্ছে। দ্রুত স্কুলগুলি পুনরায় চালুর দাবিতে বাম ছাত্র সংগঠন SFI এর বিধানসভা অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি কলকাতায়। পুলিশ ও বাম ছাত্র সংগঠনের ধস্তাধস্তিতে পরিস্থিতি গরম।বিধানসভার গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা করেন বাম ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য। তাঁকে গ্রেফতার করা হয়।

Advertisements

এসএফআইয়ের সেই অভিযান ঘিরে উত্তাল পরিস্থিতি তৈরি হয়ে শিয়ালদহ এবং হাওড়া স্টেশন এলাকায়তেও। মিছিলও এগোনোর আগেই এসএফআই কর্মীদের আটক করে পুলিশ। একাধিক ছাত্রনেতাদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

   

স্কুল খোলার পাশাপাশি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন, আনিস ইস্যু-সহ তিন দফা দাবিতে বিধানসভা অভিযানের ডাক দিয়েছে এসএফআই। সংগঠনের তরফে বলা হয়, রাজ্যে ৮ হাজার বন্ধ স্কুল খোলার দাবি জানাবে তাঁরা। দ্বিতীয়ত, কলেজ-বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানানো হবে। তৃতীয়ত, আনিস খানের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিধানসভার অধ্যক্ষ এবং রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে।

মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। আইসিএসসি এবং সিবিএসসি বোর্ডের পরীক্ষার কারণে অনুমতি দেওয়া হয়নি। এমনটাই জানানো হয়েছে পুলিশের তরফে। মিছিল শুরুর আগেই টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হল SFI সমর্থকদের। শিয়ালদায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements