Anubrata Mondal: অসুখ খোঁজার ঠেলায় ফাঁসল অন্ডকোষ, কেষ্টাকে কবিতায় বিঁধলেন রুদ্রনীল ঘোষ

গরু পাচার মামলায় বীরভূম (Birbhum) তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) আজ দিল্লি নিয়ে যাচ্ছে ইডি৷ যা নিয়ে সকাল থেকেই রাজ্য রাজনীতিতে কার্যত আলোড়ন পড়ে গেছে৷ অ

Anubrata-Mondal

গরু পাচার মামলায় বীরভূম (Birbhum) তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) আজ দিল্লি নিয়ে যাচ্ছে ইডি৷ যা নিয়ে সকাল থেকেই রাজ্য রাজনীতিতে কার্যত আলোড়ন পড়ে গেছে৷ অনুব্রতকে নিয়ে ইডির দিল্লি যাত্রার মাঝেই কবিতার মাধ্যমে তাঁকে বিঁধলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)।

Advertisements

বীরভূমের দোর্দণ্ডপ্রতাপশালী নেতা অনুব্রত মণ্ডল। তাঁর কার্যকলাপ এবং বক্তব্য বারবার খবরের শিরোনামে থেকেছে৷ মঙ্গলবার কেষ্টকে নিয়ে যাওয়ার সময়েও সেই বিষয়ে আরও একবার খোঁচা দিলেন বিজেপি নেতা রুদ্রনীল৷ সেইসঙ্গে অনুব্রতর বুকে ব্যাথা ও ফিসচুলার সমস্যা নিয়েও খোঁচা দিতে পিছপা হলেন না।

Advertisements

অভিনেতার কথায়, বারে বারে বুকে ব্যাথা হাসপাতালের দোষ। অসুখ খোঁজার ঠেলায় শেষে ফাঁসল অন্ডকোষ৷ আবার কখনও তাঁর গুড় বাতাসা এবং নকুলদানার কথাও উল্লেখ করেন তিনি৷ সব মিলিয়ে মঙ্গলবার সকাল থেকে রাজ্য রাজনীতির ফোকাসে ছিলেন অনুব্রত মণ্ডল।

প্রথমে আসানসোলের সংশোধনাগার থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। সেখানে স্বাস্থ্য পরীক্ষায় ফিট রিপোর্ট মিলতেই বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের সঙ্গে থাকবেন ইডির তিন জন আধিকারিকরা। হাইকোর্টের নির্দেশ মোতাবেক থাকবেন একজন চিকিৎসক। মঙ্গলবার সন্ধে ৬টা ৪৫ মিনিটের বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন ইডির আধিকারিকরা। জানা যাচ্ছে, বিমানে কেষ্টর সিট নম্বর ১১ডি।

দিল্লি পৌঁছে আজই রাউস অ্যাভিনিউ আদালতে অনুব্রতকে হাজির করানো হতে পারে। তার আগে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে আরও এক দফায় শারীরিক পরীক্ষা করানো হবে কেষ্টর। রাত ৮টা নাগাদ রাউস অ্যাভিনিউ আদালতের বিচারকের বাড়িতে অনুব্রতকে হাজিরা করাতে পারে ইডি। তবে এখনও অবধি আদালতে পেশ করানো হবে কি না, সেবিষয়ে কিছু জানা যায়নি৷