‘বাপ দিয়েছিল…চোপ্’, আদালতেই শোভন-রত্নার ঝগড়া দেখলেন বৈশাখী

তৃণমূল কংগ্রেসের অন্দরের আলোচনা বৈশাখী হলেন শোভনের সিঁদূর পরানো বান্ধবী।

বিচ্ছেদ চাওয়া স্ত্রী রত্না আর ‘সিঁদূর পরানো বান্ধবী’ বৈশাখী মুখোমুখি। তাদের মাঝে শোভন চট্টোপাধ্যায়। তীব্র চিৎকার চলছে। শোভন ও রত্না পরস্পরকে ব্যক্তিগত আক্রমণ করছেন। সবাই জুলজুল চোখে দেখছে। আর দেখছেন (Baisakhi Banerjee) বৈশাখী। এমনই ফ্যামিলি ড্রামা দেখা গেল আদালতে। 

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী রত্নার মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। তৃণমূল কংগ্রেস কাউন্সিলর রত্না এদিন আদালতে সরাসরি শোভনের সাথে ঝগড়া শুরু করেন।

   

শোভন ও রত্মা যখন ঝগড়া করছেন তখন বৈশাখী নীরবে সব দেখছিলেন। তৃণমূল কংগ্রেসের অন্দরের আলোচনা বৈশাখী হলেন শোভনের সিঁদূর পরানো বান্ধবী।

আলিপুর কোর্ট চত্বরে শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের তুমুল ঝগড়া চলে। একে অন্যকে চিৎকার করে কটূক্তি করেন। বৈশাখীর সামনেই দুজনের ১০ মিনিটের বেশি সময় ধরে ঝামেলা চলে। সেই দৃশ্য বাকিরা মোবাইলে বন্দি করেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে। তবে এই ভিডিওর সত্যতা খতিয়ে দেখেনি কলকাতা ২৪৭x৭.ইন।

রত্নার সাথে বিচ্ছেদ চেয়ে শোভন আর বৈশাখী বন্দ্যোপাধ্যায় একসাথে থাকেন। বৈশাখীকে প্রকাশ্যে সিঁদূূর পরিয়েছেন শোভন। আপাতত দুজনেই ফের তৃণমূল ঘনিষ্ঠ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন