বারুইপুরে মিছিলে ‘হেনস্থা’! পুলিশে অভিযোগ দায়ের শুভেন্দু অধিকারীর

"TMC Brings Privilege Motion Against Leader of Opposition Suvendu Adhikari Over Comments Against CM Mamata Banerjee
"TMC Brings Privilege Motion Against Leader of Opposition Suvendu Adhikari Over Comments Against CM Mamata Banerjee

Suvendu Adikari: বারুইপুরে মিছিলে হামলার অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে ইমেল মারফত বারুইপুর পুলিশ জেলায় অভিযোগ জানান শুভেন্দুর আইনজীবী। ইতিমধ্যেই এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। মিছিল যেসব রাস্তা দিয়ে গিয়েছে, সেই এলাকার সিসিটিভি ফুটেজ পুলিশ খতিয়ে দেখছে।

বুধবার রাত ১১ টায় বারুইপুর পুলিশ জেলার ইমেল আইডিতে অভিযোগ দায়ের করেন আইনজীবী। গোটা ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী অভিযোগে জানিয়েছেন যে তাঁর গাড়িতে ধাক্কাধাক্কি করা হয়েছে। এছাড়াও লঙ্কার গুঁড়ো ছিটিয়ে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগে জানানো হয়েছে। উল্লেখ্য, বুধবার মিছিল থেকেই তিনি অভিযোগ করেন, “সরাসরি হামলা করছে। বাংলায় কোনও গণতন্ত্র নেই।“

   

জানা যাচ্ছে, পুলিশ নিজস্ব ভিডিও টিম পাঠিয়েছিল শুভেন্দু অধিকারীর এই কর্মসূচিতে, যেটি পূর্ব নির্ধারিত ছিল। শুভেন্দু অধিকারী যেখানে গিয়েছিলেন, সভা করেছিলেন এবং যে এলাকায় তাঁর উপর হামলা হয়, সেই সমস্ত এলাকার ভিডিও রেকর্ডিং করা হয়েছে। এই ভিডিওগ্রাফি ক্ষতিয়ে দেখছে পুলিশ, যাচাই করা হচ্ছে যে এমন ঘটনা ঘটেছে কিনা।

সম্প্রতি, বিধানসভায় শুভেন্দু অধিকারীকে বলতে বাধা দেওয়া হয়। সেই অভিযোগে বুধবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র বারুইপুর পশ্চিমে সভা করেন শুভেন্দু অধিকারী। যা পূর্ব নির্ধারিত ছিল। অপর দিকে, ২টি পথসভার ডাক দেয় তৃণমূলও। এই নিয়েই তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। অভিযোগ, সেখানে বিরোধী দলনেতার গাড়িতে তৃণমূল হামলা চালিয়েছে। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার বিধানসভায় বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন