Tuesday, November 25, 2025
HomeWest BengalKolkata Cityহেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অনিয়মের বিরুদ্ধে RTI শুভেন্দুর

হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অনিয়মের বিরুদ্ধে RTI শুভেন্দুর

স্বাস্থ্য নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে শুভেন্দু অধিকারী। RTI করলেন রাজ্যের বিরোধী দলনেতা। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে অনিয়মের অভিযোগ। বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। যেখানে তিনি স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের কাছে RTI করেছে।

- Advertisement -
Advertisements

প্রথম প্রশ্ন তিনি করেছেন যে হেলথ বিভাগে কতগুলো রিক্রুটমেন্ট হয়েছে। পজিশন এবং ডেজিগনেশন অনুযায়ী কোন কোন রিক্রুটমেন্ট হয়েছে। সঙ্গেই কারা কারা হাসপাতালে কাজ করছেন তারা কীভাবে চাকরি পেয়েছেন সেসব বিষয় নথিপত্র। অর্থাৎ রিক্রুটমেন্টের তারিখ পজিশন কোন কোন ডেটে এগুলো হয়েছে, ডেজিগনেশন পোস্টিং চাকরি পাওয়া, বা পোস্টিং হলে কোথায় হয়েছে? আগে কোথায় কাজ করতেন। এই সমস্ত বিষয় জানতে চেয়ে তিনি আরটিআই করেছেন।

- Advertisement -
   

মূলত ২০১১ সালের পর থেকে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কত মানুষকে রিক্রুট করেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে। এবং কত নার্স এবং স্বাস্থ্যকর্মী কোন ডেটে চাকরি পেয়েছেন? টাইগার আগে কোন পোস্টে ছিলেন পরে কোন পোস্টে এসেছেন? কিভাবে এসেছেন? এ সমস্ত বিষয় জানতে চেয়ে RTI করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Advertisements

২০২৪ এর লোকসভা ভোটের আগে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। বাংলার উত্তর থেকে দক্ষিণ একের পর এক রাজনৈতিক দ্বন্দ্ব নজরে আসছে। এ প্রসঙ্গে বলতে গেলে সবার প্রথমে উঠে আসে বাংলার দুর্নীতি। শিক্ষা, খাদ্য থেকে শুরু করে স্বাস্থ্য সর্বত্রই দুর্নীতিগ্রস্ত। এবার এই দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর

জনপ্রিয় সংবাদ