Juan Nellar: কবে থেকে নামবেন অনুশীলনে মহামেডানের নতুন তারকা

সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকাল শহরে পা রেখেছেন মহামেডান স্পোর্টিং (Mohammedan SC) দলের ষষ্ঠ বিদেশী জুয়ান নেলার (Juan Carlos Nellar)। তার আসার খবর সামনে…

juan carlos nellar

সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকাল শহরে পা রেখেছেন মহামেডান স্পোর্টিং (Mohammedan SC) দলের ষষ্ঠ বিদেশী জুয়ান নেলার (Juan Carlos Nellar)। তার আসার খবর সামনে আসার পর থেকেই কলকাতা বিমানবন্দরে ধীরে ধীরে ভিড় জমাতে শুরু করেন সাদা-কালো সমর্থকরা। বলতে গেলে তাকে দেখার জন্য যথেষ্ট উৎসাহ দেখা দিয়েছিল সকলের মধ্যে।

তারপর নির্ধারিত সময়ে কলকাতা বিমানবন্দরে উপস্থিত থেকে এই নবাগত বিদেশীকে স্বাগত জানান ক্লাবের শীর্ষ কর্তারা। এবারের আইলিগে আর্জেন্টিনার এই নয়া তারকার দিকেই বাড়তি নজর থাকবে সকলের। একটা সময় স্পেনের লোরকা এফসির হয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। পরবর্তীতে টেরকেরার মতো একাধিক দলের জার্সিতে। সেখান থেকেই এবার কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধানের সঙ্গে যুক্ত হয়েছেন নেলার।

তবে ভারতীয় ক্লাব ফুটবলে একেবারে নতুন নন নেলার। গতবারের আইলিগ মরশুমের প্রথম লেগে শক্তিশালী গোকুলাম দলের হয়ে খেলেছিলেন বছর ছাব্বিশের এই দাপুটে মিডফিল্ডার। পরবর্তীতে অর্থাৎ দ্বিতীয় লেগে তিনি চলে যান রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসিতে। সেখানে থেকেই আইলিগ জয়। তবে আইএসএলে এসে পাঞ্জাব তাকে দলে না রাখলেও এবার এই ফুটবলারকে দলে টেনে নিল মহামেডান স্পোর্টিং ক্লাব। গতবারের মতো এবার ও নিজের সেরা পারফরম্যান্স তুলে ধরতে মরিয়া জুয়ান নেলার।

উল্লেখ্য, গতবারের হতাশা এবছর নতুন করে শুরু করার জন্য অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করেছিল মহামেডান। সেইমতো আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস গোমেজ থেকে শুরু করে পরবর্তীতে ঘানার দাপুটে ফুটবলার প্রিন্স ওপেকু ও লামিনে মোরের মতো ফুটবলারকে ও দলে টানে মহামেডান। তাদের পাশাপাশি ডেভিডের মতো ফুটবলারদের দাপুটে পারফরম্যান্সের দরুণ এখনো পর্যন্ত আইলিগের প্রথমে রয়েছে মহামেডান। এবার নেলারের আগমনে যেন বাড়তি শক্তিশালী হয়ে উঠল ব্ল্যাক প্যান্থার্সরা। যতদূর খবর আগামী কয়েকদিন বিশ্রাম নিয়েই দলের সাথে জোরকদমে অনুশীলন করবেন এই তারকা।