Transfer Window: ইস্টবেঙ্গল বাতিল চিমার ওপর ভরসা রাখতে পারে ক্লাব

Transfer Window: ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে আসার পর চূড়ান্ত ফ্লপ। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতছাড়া করেছেন একাধিক গোল। সেই Daniel Chima Chukwu এখন ইন্ডিয়ান সুপার লীগের অন্যতম ধারাবাহিক ফুটবলার।

daniel chima chukwu

Transfer Window: ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে আসার পর চূড়ান্ত ফ্লপ। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতছাড়া করেছেন একাধিক গোল। সেই Daniel Chima Chukwu এখন ইন্ডিয়ান সুপার লীগের অন্যতম ধারাবাহিক ফুটবলার। আগামী মরসুমে কোথায় খেলবেন তিনি? পাওয়া গিয়েছে আপডেট।

এবারের ট্রান্সফার উইন্ডোতে অনেক ঘটনাই ঘটেছে। উইন্ডো বন্ধ হতে এখনও অনেকটা সময় বাকি। আগামী কয়েক দিনও হয়তো হতে চলেছে ঘটনাবহুল। এই পরিস্থিতিতে প্রত্যেক ক্লাবের সমর্থকরা তাদের দল কিংবা পছন্দের ফুটবলার সম্পর্কে আপডেটের সন্ধানে রয়েছেন। Daniel Chima Chukwu জামশেদপুর ফুটবল ক্লাবের অন্যতম ধারাবাহিক বিদেশি ফুটবলার। আগামী মরসুমে তিনি কোন ক্লাবের হয়ে খেলবেন সে ব্যাপারে মানুষের মধ্যে কৌতূহল রয়েছে।

এখনও পর্যন্ত যা গতিপ্রকৃতি তাতে জামশেদপুর এফসির হয়েই আসন্ন মরসুমে মাঠে নামতে চলেছেন Daniel Chima Chukwu। এখনও ভারতে এসে পৌঁছতে পারেননি। তারও ভিসা পেতে দেরি হচ্ছে। সমস্যা মিটলেই ধরবেন ভারতে আসার বিমান।

চিমাকে অনেক প্রত্যাশার সঙ্গে ইন্ডিয়ান সুপার লীগে নিয়ে এসেছিলে ইস্টবেঙ্গল ক্লাব। কিন্তু লাল হলুদ জার্সি পরে হয়েছিলেন চূড়ান্ত ব্যর্থ। প্রতিপক্ষের গোলের সামনে থেকে উড়িয়ে দিয়েছিলেন বল। চিমার খারাপ পার্ফরম্যান্স সত্ত্বেও তার ওপর ভরসা করেছিল জামশেদপুর এফসি। মান রেখেছেন নাইজেরিয়ান এই ফুটবলার। ইতিমধ্যে বেশ কিছু গোল করেছেন। ক্লাবের হয়ে জিতেছেন শিল্ড।