HomeWest BengalKolkata CityMukul Roy returns: বিজেপিতে পাত্তা না পেয়ে 'ঘর ওয়াপসি' মুকুল রায়ের

Mukul Roy returns: বিজেপিতে পাত্তা না পেয়ে ‘ঘর ওয়াপসি’ মুকুল রায়ের

- Advertisement -

ফিরছেন মুকুল রায় (Mukul Roy)। কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ককে পাত্তা দেয়নি কেন্দ্রীয় বিজেপি নেত়ৃত্ব। ১২দিন দিল্লিতে থেকে অবশেষে কলকাতাতেই ফিরছেন সদ্য তৃণমূল ত্যাগকারী মুকুল রায়। সূত্রের খবর, এই ১২ দিন দিল্লির নেতাদের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করেছিলেন তিনি। কিন্তু তাঁর সঙ্গে কথা বলেননি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

নিয়োগ দুর্নীতি মামলায় শুভেন্দু অধিকারীর ট্যুইটে মুকুল পুত্র শুভ্রাংশুর নাম উঠে আসার পরেই সকলকে চমকে দিয়ে দিল্লি যান মুকুল। যদিও পরিবারের বক্তব্য ছিল, মুকুলের শারীরিক ও মানসিক অবস্থা ভালো নয়। তাঁকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু মুকুল রায় নিজেই জানিয়েছেন, এইমসের রিপোর্ট অনুযায়ী তিনি সুস্থ। মানসিকভাবেও স্থিতিশীল রয়েছেন। তিনি জানিয়েছেন, বিজেপির হয়ে কাজ করবেন।

   

এখন কোন ফুলে মুকুল? জোড়াফুল নাকি পদ্মফুল? রাজনৈতিক মহলে আলোচনা চলছে। যে কোনও সময় ফুল বদলে নিতে পারেন তিনি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular