Hugo Boumous: ইস্টবেঙ্গল নিয়ে আগ্ৰহ হারিয়েছেন বুমোস, থেকে যেতে চান সবুজ-মেরুনে

স্টিফেন কনস্ট্যান্টাইনের বিদায় নিশ্চিত হওয়ার পর থেকে একাধিক হাইপ্রোফাইল কোচের নাম ভেসে আসতে শুরু করেছিল লাল-হলুদের অন্দরে। যাদের মধ্যে ছিলেন সার্জিও লোবেরা, কার্লোস কুয়াদ্রাত, অ্যান্তোনিও লোপেজ হাবাস।

Hugo Boumous, the French professional footballer.

স্টিফেন কনস্ট্যান্টাইনের বিদায় নিশ্চিত হওয়ার পর থেকে একাধিক হাইপ্রোফাইল কোচের নাম ভেসে আসতে শুরু করেছিল লাল-হলুদের অন্দরে। যাদের মধ্যে ছিলেন সার্জিও লোবেরা, কার্লোস কুয়াদ্রাত, অ্যান্তোনিও লোপেজ হাবাস। শোনা যাচ্ছিল আগামী মরশুমের জন্য এদের মধ্যেই কাউকে দায়িত্ব দেবে ইমামি ইস্টবেঙ্গল।

এক্ষেত্রে গত মাসের মাঝামাঝি সময় থেকেই কোচ হওয়ার দৌড়ে এগিয়েছিল স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা। শোনা গিয়েছিল, লাল-হলুদের অফার শুনে নাকি মৌখিকভাবে দলে আসার সম্মতি জানিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ভেস্তে যায় সমস্ত কিছু। যারফলে, আইএসএলের আরেক সফল কোচ কার্লোস কুয়াদ্রাত কে আগামী দুই মরশুমের জন্য দায়িত্বে আনে মশাল ব্রিগেড।

যারফলে, লাল-হলুদের উপর থেকে প্রায় নজর সরিয়ে নিয়েছেন মরোক্কোন তারকা হুগো বুমোস। জানা গিয়েছিল, সার্জিও লোবেরা চিনের সিচুয়ান এফসি ছেড়ে ইস্টবেঙ্গল আসলে নিজের পুরোনো ছাত্র বুমোস কে দলে নেওয়ার আর্জি জানাতেন তিনি। আর সেই কথা শুনলে হয়ত সবুজ-মেরুন ছেড়ে অনায়াসেই লাল-হলুদে যোগ দিতেন বাগানের এই ভরসাযোগ্য তারকা।

বলাবাহুল্য, এই আইএসএল জয়ী কোচের হাত ধরেই একটা সময় এফসি গোয়ায় এসেছিলেন বুমোস। সেখানে টুর্নামেন্টের ফাইনালে উঠলেও খেতাব জিততে পারেনি গোয়া। পরবর্তীতে লোবেরা মুম্বাই সিটি এফসির কোচ হয়ে আসলে সেখানেই যুক্ত হন হুগো বুমোস। আর সেখান থেকেই আইএসএল জয়ের স্বাদ পান সার্জিও লোবেরা। তবে পরবর্তীতে মুম্বাই ছেড়ে এটিকে মোহনবাগানে যোগ দেন এই তারকা ফুটবলার।

তবে আগামী মরশুমের জন্য লোবেরা লাল-হলুদের দায়িত্বে আসলে হয়ত নিজের গুরুর কাছেই ফিরে যেতেন বুমোস। তবে দলের কোচ বদল হওয়ায় বদলে গিয়েছে বিদেশি আনার সমীকরণ। যারফলে, ইস্টবেঙ্গল নিয়ে আর সেরকম কোনো আগ্ৰহ নেই এবারের আইএসএল জয়ীর। যারফলে, এটিকে মোহনবাগানের সাথে থাকা পাঁচ বছরের চুক্তিতে থেকে যেতে চান বুমোস। পাশাপাশি দলের অধিকাংশ খেলোয়াড়দের সাথে দীর্ঘমেয়াদি চুক্তি থাকায় দলবদলের সেরকম কোনো সম্ভাবনা নেই সবুজ-মেরুন শিবিরের। তবে দলের বেশকিছু বিদেশি ফুটবলারদের ছেড়ে এক বিদেশি স্ট্রাইকার কে দলে আনতে পারে সঞ্জীব গোয়েঙ্কার দল।