blacken your hair: চুল কালো করতে ভরসা মেহেন্দি পাতা, দাবি বিশেষজ্ঞদের

বর্তমানে চুল পাকার কোন বয়স নেই সাম্প্রতিক সময়ে অনিয়মিত খাদ্যাভাস এবং পেটের সমস্যা থেকে অনেকেরই কম বয়সে চুলে পাক ধরে। সাধারণত আমরা সকলেই জানি বয়স বাড়লে চুল সাদা হতে শুরু করে কিন্তু বর্তমান সময়ে সেসব মিথ ভেঙে গিয়েছে।

Can Mehndi leaves blacken your hair? Experts weigh in

বর্তমানে চুল (hair) পাকার কোন বয়স নেই সাম্প্রতিক সময়ে অনিয়মিত খাদ্যাভাস এবং পেটের সমস্যা থেকে অনেকেরই কম বয়সে চুলে পাক ধরে। সাধারণত আমরা সকলেই জানি বয়স বাড়লে চুল সাদা হতে শুরু করে কিন্তু বর্তমান সময়ে সেসব মিথ ভেঙে গিয়েছে।

কারণ হিসেবে অবশ্য বিশেষজ্ঞরা দায়ী করছেন বাজার চলতি বিভিন্ন খাদ্যকে, মূলত বাইরের বিভিন্ন ধরনের খাবার আমাদের পেটের সমস্যা করে থাকে লিভার বিপাকে পড়ে এবং একবার যদি লিভার অসুস্থ হতে শুরু করে তাহলে চুলে পাক ধরা খুবই স্বাভাবিক।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

আর কম বয়সে চুলে পাক ধরলে কারোরই ভালো লাগেনা তাই অনেকেই বিভিন্ন রং ব্যবহার করেন চুল কালো করার জন্য। কিন্তু তাতে রয়েছে বিষাক্ত রাসায়নিক এবং অ্যামোনিয়া চুলের উপকারিতা থেকে অপকার করে বেশি। একই সাথে চুলের প্রতির পাশাপাশি আমাদের ত্বক এবং চোখের ক্ষতি করে থাকে অনেক সময়। তাই বিশ্বাসগুলো বলছেন চুল কালো করতে ব্যবহার করুন ঘরোয়া টোটকা, যার মধ্যে অন্যতম হলো মেহেন্দি পাতা। আমরা সকলেই মূলত এই পাতার সাথে কম বেশি পরিচিত।

আগাছার সাথে এই গাছ অনেক সময় দেখা যায়। যার পাতা আমাদের চুল কালো করতে সাহায্য করে। প্রথমে মেহেন্দি পাতা নিয়ে তা ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপরে শীল নোরায় বেটে নিতে হবে মেহেন্দি পাতা। যা প্রাকৃতিক উপায় আপনার পাকা চুল সহজেই কালো করবে। মেহেন্দি পাতা বেটে নিয়ে মাথায় ভালো করে লাগিয়ে নিতে হবে ঘন্টাখানেক রাখার পর শুকিয়ে এলে ধুয়ে ফেলতে হবে মাথা। সপ্তাহে অন্তত একদিন এই পাতা ব্যবহার করলে ফল মিলবে হাতেনাতে।