HomeWest BengalKolkata Cityবিজেপিতেই আছেন মুকুল রায়, চূড়ান্ত বললেন পার্থ

বিজেপিতেই আছেন মুকুল রায়, চূড়ান্ত বললেন পার্থ

- Advertisement -

বিজেপিতেই আছেন মুকুল রায়। এমনটাই জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘পিটিশনের পক্ষে যথেষ্ট পরিমাণে প্রমাণ জমা দিতে পারেননি আইনজীবীরা। সেই কারণেই পিটিশন খারিজ করা হয়েছে।’

অন্যদিকে তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘অধ্যক্ষের রায়ই চূড়ান্ত।’ দীর্ঘ শুনানির পর স্পিকার জানিয়েছেন, বিধায়ক থাকছেন মুকুল রায় ৷ তাঁর বিধায়ক পদ খারিজ করার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে মামলা করেছিলেন, সেই মামলাই খারিজ করে দেওয়া হয়েছে। 

   

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পরই গত বছর তৃণমূলে যোগ দিয়েছিলেন মুকুল রায়। তাঁকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানও বাছাই করা হয়। এরপরই তাঁর বিরুদ্ধে সরব হয় বিজেপি শিবির। মুকুল রায় বিজেপি-র টিকিটে বিধায়ক হয়ে তৃণমূলে যোগ দিয়েছেন, এই অভিযোগে বিধানসভার অধ্যক্ষের কাছে আবেদন করেন শুভেন্দু অধিকারী৷

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular