Promise Day: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘কথা রাখেনি কেউ…’

“কথা দিলাম আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে…” আশা কন্ঠের এই গান দশকের পর দশক চিরন্তন। তায় আবার কথা দেওয়ার দিন বা…

“কথা দিলাম আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে…” আশা কন্ঠের এই গান দশকের পর দশক চিরন্তন। তায় আবার কথা দেওয়ার দিন বা প্রমিস ডে জুড়ে তো আরও বেশি। বিখ্যাত কয়েকটি রাজনৈতিক বচন নিয়ে মিম সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোড়ন ফেলেছে।

এই ছবির উদ্দেশ্য কথা দিয়ে কথা না রাখার ঘটনাগুলো। যেমন মোদীর দেখানো ‘সবার পকেটে ১৫ লাখ টাকার স্বপ্ন।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ডবল ডবল চাকরি হবে’। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বলা ‘অষ্টম বামফ্রন্ট সরকার হবে’।

   

মিম-এ ইঙ্গিতপূর্ণভাবে বলা হচ্ছে এগুলো কোনটাই কেউ কথা দিয়ে রাখতে পারেনি। এই মিম সামাজিক মাধ্যমে তীব্র আলোড়ন ফেলেছে। অভিযোগ প্রতিঅভিযোগে রাজনৈতিক দলগুলি পরস্পরকে বিঁধতে কণামাত্র সুযোগ নষ্ট করে না। নেতাদের বিভিন্ন মন্তব্য ঘুরে এখন মিম খোরাক।

শনিবার চার পুরনিগমের ভোট। এর আগে এমন মিম রাজনৈতিক উদ্দেশ্যে বলেও আলোচনায় উঠে আসছে। আলোচনা মন্তব্য যুদ্ধে সরগরম প্রমিস ডে। কথা রাখার দিন।

নব্বই দশকে ‘কথা দিলাম’ ছবিতে সুপারহিট হয়েছিল। তাপস পাল ও শতাব্দী জুটির এই ছবির বিখ্যাত গানটি এখনও জনপ্রিয়। তাৎপর্যপূর্ণ, দুজনেই পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে আসেন।