Tuesday, October 14, 2025
HomeWest BengalKolkata CityMukul Roy: লোকসভা ভোটের প্রাক্কালে হাসপাতালে ভর্তি করানো হল রাজনীতির চাণক্যকে

Mukul Roy: লোকসভা ভোটের প্রাক্কালে হাসপাতালে ভর্তি করানো হল রাজনীতির চাণক্যকে

লোকসভা ভোটের প্রাক্কালে হাসপাতালে ভর্তি করা হল মুকুল রায়কে। একটি সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে তাঁকে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিন্তু কী এমন হলো যে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন হল ? কিছুদিন আগে তাঁর একটি ছবি সমাজমাধ্যমে খুব ছড়িয়ে পড়েছিল। সেই ছবিতে তাঁকে খুব রুগ্ন অবস্থায় দেখা গিয়েছিল ।

   
Advertisements

যদিও তাঁর পরিবার সূত্রে দাবি করা হয়েছে, তেমন গুরুতর কিছু হয়নি। বাড়িতে কিছুদিন ধরে তিনি ঠিকমতো খাওয়াদাওয়া করছিলেন না। তাই তিনি বেশ খানিকটা দুর্বল হয়ে পড়েছে। তাঁর চিকিৎসকের পরামর্শেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এইদিন তাঁকে কাঁচরাপাড়ার বাড়ি থেকে নিয়ে এসে বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisements

সাম্প্রতিককালে তাঁর বাড়িতে গিয়েছিলেন ব্যারাকপুরের বিজেপির প্রার্থী অর্জুন সিং। তখন তিনি তাঁর সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেন। সেখানেই দেখা গিয়েছিল মুকুল রায়কে। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকও বেশ কিছুদিন আগে তাঁর বাড়িতে দেখা করতে গিয়েছিলেন। একদা রাজনীতির চাণক্য অনেকদিনের ধরেই রাজনীতির বাইরে। একসময় তৃণমূল ছেড়ে বিজেপি হয়ে আবার তৃণমূলে ফিরলেও তাঁকে সেইভাবে রাজনীতির ময়দানে আর দেখা যায়নি।

Latest News