Suvendu Adhikari: ‘মমতা বুঝে গেছেন জিততে পারবে না তৃণমূল’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

২৪-এর ভোটকে কেন্দ্র করে উত্তেজনায় টগবগ করে ফুটছে বাংলা। আগামীকাল শুক্রবার প্রথম দফার লোকসভা ভোট অনুষ্ঠিত হবে। এদিকে আগামীকাল বাংলার তিনটি হাইভোল্টেজ কেন্দ্র কোচবিহার, আলিপুরদুয়ার…

২৪-এর ভোটকে কেন্দ্র করে উত্তেজনায় টগবগ করে ফুটছে বাংলা। আগামীকাল শুক্রবার প্রথম দফার লোকসভা ভোট অনুষ্ঠিত হবে। এদিকে আগামীকাল বাংলার তিনটি হাইভোল্টেজ কেন্দ্র কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোট হবে। কিন্তু তার আগেই আজ শুক্রবার তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

এদিন ৫ নং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে বিজয় সংকল্প সভার আয়োজন করা হয়েছিল। আর এই সভা থেকেই তৃণমূলের উদ্দেশ্যে কটাক্ষের বাণ ছুঁড়তে থাকেন শুভেন্দু। তিনি বলেন, ‘রায়গঞ্জে তৃণমূল জিততে পারবে না। উত্তর দিনাজপুরের ১০০ দিনের কাজে ব্যাপক চুরি হয়েছে। শৌচালয় তৈরির টাকাও লুঠ করেছে তৃণমূল। মমতা বুঝে গেছেন রায়গঞ্জ লোকসভা আসন তৃণমূল জিততে পারবে না। এখানে কোটি কোটি টাকা লুঠ হয়েছে।’

কর্মসংস্থান নিয়েও শাসক দলকে তুলোধনা করেন শুভেন্দু। বলেন, ‘মানুষ বাংলা ছেড়ে বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে যায়। কাজের খোঁজে সকলকে ভিন রাজ্য যেতে হচ্ছে। মমতা বলেছিলেন কলেজ দেবো, হয়েছে?’