ঋতুস্রাব চক্রের থিমে মা দুর্গার প্যান্ডেল কলকাতায় নজর কেড়েছে

আজ মহানবমী। চারিদিকে মা দুর্গার আগমনের বার্তা। গোটা কলকাতা শহর জুড়ে উন্মাদনা তুঙ্গে। বহু জায়গায় বিভিন্ন ধরনের প্যান্ডেল তৈরি করেছে উদ্যোক্তারা। তবে সব কিছুর মধ্যে নজর কেড়েছে এক বিশেষ থিম। যেখানে গোপনীয়তার মধ্যে আবৃত – মাসিক স্বাস্থ্যবিধিতে তার সাহসী পদ্ধতির তুলে ধরা হয়েছে।

Advertisements

পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী দুর্গা পুজো প্যান্ডেল ‘ঋতুমতী’র থিম বেছে নিয়েছে, যার অর্থ ‘ঋতুমতী নারী’। ইনস্টলেশন আর্ট, পেইন্টিং এবং গ্রাফিক্সের মিশ্রণের মাধ্যমে, প্যান্ডেলটি ঋতুস্রাবের বিভিন্ন দিক, এর সাংস্কৃতিক তাৎপর্য থেকে শুরু করে তাদের পিরিয়ডের সময় মহিলাদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলির সাধারণ মানুষের সামনে তুলে ধরেছে।

   

পূজা কমিটির কার্যনির্বাহী সভাপতি ইলোরা সাহা এএনআইকে বলেন, “ঋতুস্রাব একটি প্রাকৃতিক প্রক্রিয়া, এবং এটি লুকানোর কোনও প্রয়োজন নেই। আমাদের এই নিষিদ্ধ বিষয়গুলোকে চ্যালেঞ্জ করার সময় এসেছে এবং প্রথম পদক্ষেপ হল এই ধরনের বিষয়গুলোকে সামনে আনা”।

Advertisements

গোটা রাজ্যের পাশাপাশি শহর কলকাতা জুড়ে বিভিন্ন থিমে মা দুর্গার পুজো চলছে। সেক্ষেত্রে এই বিশেষ থিমের পুজো সকলের নজর কেড়েছে। আজও বহু নারী এই ঋতুস্রাব চলাকালীন সময়ে অনেক সমস্যার মুখে পড়ে। আজও তাদের এই চক্র চলাকালীন সময়ে পুজোয় সামিল হওয়া মানা। সেক্ষেত্রে এই প্যান্ডেল একটি বড় বার্তা।