AFC Cup: ভিসা সমস্যা মিটিয়ে দুইটি বিমানে করে ভারতে আসছে বসুন্ধরা কিংস

আগামীকাল অর্থাৎ ২৪ অক্টোবর এএফসি কাপের (AFC Cup) ম্যাচ খেলতে মোহনবাগান সুপারজায়ান্টস দলের মুখোমুখি হবে বাংলাদেশের শক্তিশালী ফুটবল দল বসুন্ধরা কিংস (Bashundhara Kings)। যেটি আয়োজিত…

Bashundhara Kings

আগামীকাল অর্থাৎ ২৪ অক্টোবর এএফসি কাপের (AFC Cup) ম্যাচ খেলতে মোহনবাগান সুপারজায়ান্টস দলের মুখোমুখি হবে বাংলাদেশের শক্তিশালী ফুটবল দল বসুন্ধরা কিংস (Bashundhara Kings)। যেটি আয়োজিত হবে ওডিশার কলিঙ্গ স্টেডিয়ামে। তবে বাংলাদেশের এই দলের ফুটবলারদের ভিসা জনিত বিবিধ সমস্যা দেখা দেওয়ার দরুণ গতকাল এই ম্যাচ বাতিল হওয়ার কথা শোনা গেলেও, অবশেষে মিটেছে সেই সমস্যা। যার দরুণ আজ ভারতে উড়ে আসছে এই ফুটবল দল। তবে সমস্যার জন্য একসাথে সকলকে নিয়ে আসা সম্ভব নয় এই ফুটবল দলের ক্ষেত্রে। কার্যত ভেঙে ভেঙে নিজেদের সমস্ত ফুটবলার সহ কোচ ও কোচিং স্টাফদের ভুবনেশ্বরে আনছে ম্যানেজমেন্ট।

যতদূর জানা গিয়েছে, মূলত দুইটি বিমানে করে ভুবনেশ্বরে উড়ে আসছে বাংলাদেশের এই ফুটবল দল। যারমধ্যে একটি রয়েছে বেলা ১২টা বেজে ৩০ মিনিটে। এবং অন্যটি রয়েছে বিকেল ৪টা নাগাদ। উল্লেখ্য, আজ সকাল ৭টা বেজে ৩০ মিনিট নাগাদ কলকাতার বুকে এসে উপস্থিত হয়েছে গোটা বসুন্ধরা ফুটবল দল। এবার শুধু গন্তব্যে উড়ে যাওয়ার অপেক্ষা। তারপর আগামীকাল কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দেশের দুই হেভিওয়েট ফুটবল দল। এখন সেই ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছে সকলে। তার আগে আজ সন্ধ্যার দিকে ভুবনেশ্বরের মাটিতে শেষ অনুশীলন করতে পারে বসুন্ধরা ফুটবল দল।

খাতায় কলমে দেখতে গেলে প্রতিপক্ষ দল অপেক্ষা মোহনবাগান যথেষ্ট এগিয়ে থাকলেও মাঝমাঠে যথেষ্ট শক্তিশালী বসুন্ধরা কিংস। তাছাড়া বিদেশি ফ্যাক্টর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই ম্যাচে। একদিকে যেমন রয়েছেন হুগো বুমোস অন্যদিকে রয়েছেন রবিনহো। দুজনের উপরেই নজর থাকবে সকলের। তাছাড়া রেজিস্টার হিসেবে বাংলাদেশের এই দলের কাছে ৭ বিদেশি থাকলেও তাদের দলের সঙ্গে খেলবেন ফিনল্যান্ডের আরও এক ফুটবলার। তবে তার কাছে বাংলাদেশের নাগরিকত্ব থাকায় খেলবেন সেই দেশের ফুটবলার হিসেবেই। তবে শেষ হাসি কারা হাসে এখন সেটাই দেখার।