কোটি কোটি টাকা উদ্ধারের মাঝে রাজ্য সরকারি কর্মীদের জন্য হাত খুললেন মমতা

একদিকে যখন এসএসসি দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি ঘিরে সরগরম রাজ্য রাজনীতি তখন সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির নির্দেশ দেওয়া হল। বলতে গেলে সরকারী কর্মীদের জন্য সদয়…

Mamata

একদিকে যখন এসএসসি দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি ঘিরে সরগরম রাজ্য রাজনীতি তখন সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির নির্দেশ দেওয়া হল। বলতে গেলে সরকারী কর্মীদের জন্য সদয় হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements

নবান্ন সূত্রে খবর, রাজ্যের সরকারী কর্মচারীদের ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধির নির্দেশ। এটা নিয়েও অবশ্য শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তবে এই ঘটনাকে দুর্নীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছেন কর্মচারীরা। তাঁদের বক্তব্য, এটা নিয়ম মেনেই বৃদ্ধি হয়েছে। এর সঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতির সম্পর্ক নেই।

বিজ্ঞাপন

তথ্য অনুযায়ী, প্রতি বছর এই সময়েই সরকারী কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়। বৃহস্পতিবার সমস্ত সরকারী কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা রয়েছে। সেই নিয়ম মেনেই ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি হয়।
সূত্রের খবর, কর্মীরা কত করে নতুন বেতন পাচ্ছেন, তা ইতিমধ্যেই ট্রেজারি থেকে কর্মীদের নথিভুক্ত মোবাইল নম্বরে মেসেজ পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অনেকের ফোনে চলে এসেছে। সেখানে দেখা গেছে নিয়ম মেনেই কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে।

নবান্ন সূত্রে খবর, রাজ্যের সরকারি কর্মচারীদের মূল বেতনের ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জেরে মহার্ঘ ভাতা বা ডিএ এবং বাড়ি ভাড়া বাবদ ভাতা বা এইচআরএও কিছুটা বাড়ছে। কারণ মূল বেতনের উপর ওই দু’টি ভাতা নির্ধারিত হয়।

যদিও অনেকেই কটাক্ষ করেছেন, যেহেতু রাজ্যের মন্ত্রীর নাম দুর্নীতির সঙ্গে জড়িয়েছে সেই ঘটনা থেকে নজর ঘোরাতেই মমতা এই পদক্ষেপ গ্রহণ করেছেন।