HomeWest BengalKolkata CityKunal Ghosh: কুণালের প্রত্যাবর্তন! আবারও স্বমহিমায় ফিরলেন তিনি

Kunal Ghosh: কুণালের প্রত্যাবর্তন! আবারও স্বমহিমায় ফিরলেন তিনি

- Advertisement -

তিনি আবার ফিরলেন। হাসিমুখে। সপ্তম দফার তারকা প্রচারের তালিকায় নাম রয়েছে কুণাল ঘোষের। তাহলে কি বরফ গলল। নাকি শেষ মুহুর্তে দল কোনও সংকোচ রাখতে চাইল না। তবে আপাতত তৃনমূল শিবিরে স্বস্তির হাওয়া। আগামী ১ জুন রাজ্যে সপ্তম দফার ভোট হবে। তার আগে ওই দফার তারকা প্রচারকের তালিকা সোমবার প্রকাশ করেছে তৃণমূল। তাতে মোট ৪০ জনের নাম রয়েছে। রয়েছে কুণালের নামও।

   

প্রসঙ্গত মদ্যিখানে দলের সঙ্গে দূরত্ব বেড়েছিল কুণালের। বাদ গিয়েছিল দলের মুখপাত্রের পদ। দলের বিষয়ে বেসুরো হয়েছিলেন তিনি। উত্তর কলকাতার একটি রক্তদান শিবিরের মঞ্চে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া এবং অধুনা বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে দেখা গিয়েছিল কুণালকে। তার পরেই দল তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করে। কুণালকে সরানো হয় দলের রাজ্য সম্পাদকের পদ থেকে। কিন্তু তারপরেই দল নামে ক্রাইসিস ম্যানেজ করতে।

এই খবর প্রকাশ্যে আসার পরই তাঁর বক্তব্য, “আমি দলের সৈনিক। দল যখন যেখানে যে কাজ দেবে, আমি সেই কাজ করতে প্রস্তুত।’’ তাঁর নাম তারকা প্রচারের তালিকায় আসায় তিনি আবার বেজায় খুশি বলে জানা গিয়েছে। তিনি সবসময় দলের নির্দেশ পালন করার জন্য মুখিয়ে আছেন বলে জানান।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular