Electorial Bond: ‘ ভিক্ষার টাকায়’ তৃণমূলের নির্বাচনী তহবিল: কুনাল ঘোষ

kunal ghosh

নির্বাচনী বন্ড নিয়ে কুনাল ঘোষের আজব সাফাই! কারা ঘাসফুলকে কত দিয়েছে সেটা ‘আমরা’ জানতাম না বলে দাবি করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। আজব এই সাফাইয়ের পিছনে তিনি আরও আজব একটি যুক্তি দিয়েছেন।

শনিবার সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা কুনাল ঘোষ। নির্বাচনী বন্ড নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, ” আমরা কি করে জানব কে কত টাকা দিয়েছে? তৃণমূল ভবনের বাইরে ড্রপ বক্স রাখা রাখত। যার যেমন ইচ্ছে হত সে তেমন দিয়ে যেত।”

   

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ” কে কত টাকা দিয়েছে সেটা জানার উপায় ছিল না। কারণ এইলেনদেন পুরোটাই হতো কোডের মাধ্যমে। সংস্থার নাম জানা যেত না।”

পাল্টা সাংবাদিকরা প্রশ্ন করে, ” তাহলে এই ১হাজার ৬০৯কোটি অনুদানের এলো কীভাবে ” তিনি সাবলীল ভাবে উত্তর দেন, ” হয়ত তৃণমূলের কাজ ভাল লেগেছে। তাই চাঁদা হিসেবে দিয়ে গেছে।” এই চাঁদাকে তিনি ‘উন্নয়নের জন্য চাঁদা’ বলে উল্লেখ করেন।

প্রসঙ্গত তৃণমূলকে মোট ১ হাজার ৬০৯ কোটি অনুদানের তত্ত্ব সামনে এসেছে। বিজেপির পরেই টাকার অঙ্কে দ্বিতীয় স্থানে ঘাসফুল শিবির। ফিউচার গেমিং এন্ড হোটেল সার্ভিস ৫৪২ কোটি টাকা অনুদান দিয়েছে ঘাসফুল শিবিরকে। স্যান্টিয়াগো মারটিনের সংস্থা তৃণমূলকে সবচেয়ে বেশী অনুদান দিয়েছে বলে জানা গিয়েছে। তবে কুনাল ঘোষের এহেন তত্ত্বের সমালোচনা করেছে বিরোধীদলগুলি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন