East Bengal: এই বিদেশি ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়ানোর সম্ভাবনা লাল-হলুদের

বহু অপেক্ষার পর অবশেষে এবছর জাতীয় স্তরের কোনো ট্রফি এসেছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাবে। সার্জিও লোবেরার শক্তিশালী ওডিশা এফসিকে হারিয়ে কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন…

Cleiton Silva

বহু অপেক্ষার পর অবশেষে এবছর জাতীয় স্তরের কোনো ট্রফি এসেছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাবে। সার্জিও লোবেরার শক্তিশালী ওডিশা এফসিকে হারিয়ে কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে লাল-হলুদ ব্রিগেড। যা নিয়ে খুশির আমেজ রয়েছে দলের সমর্থকদের মধ্যে। তবে পরবর্তীতে বেশকিছু বদল আনা হয় দলের অন্দরে।

তারপর থেকেই যথেষ্ট পিছিয়ে পড়ে এই ফুটবল ক্লাব। বিশেষ করে মাঝ মাঠের অন্যতম তারকা বোরহা হেরেরাকে লোনে এফসি গোয়ায় পাঠানোর পর থেকেই প্রবল চাপ চলে আসে দলের মধ্যে। পরবর্তীতে ভিক্টর ভাসকুয়েজ থেকে শুরু করে ফেলেসিও ব্রাউনের মতো ফুটবলার দলে আসলেও কাজের কাজ কিছুই হয়নি।

বরং ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ছয়ের লড়াইয়ে ক্রমশ পিছিয়ে পড়তে শুরু করে দল। তবে এখন থেকেই নতুন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। সেইমতো আইএসএলের পাশাপাশি আইলিগের একাধিক প্রতিভার দিকে নজর রয়েছে তাদের। বিশেষ করে দলের মাঝমাঠে যে আসতে চলেছে বড়সড় বদল, সেই নিয়ে কোনও সন্দেহ নেই।

তবে তার আগে নিজেদের বেশকিছু দাপুটে ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়িয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে মশাল ব্রিগেডের। অর্থাৎ আসন্ন নয়া সিজনে তাদের সামনে রেখেই নিজেদের দল সাজানোর কথা ভাববেন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত।

এক্ষেত্রে সব থেকে বেশি উঠে আসছে ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভার নাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যতদূর জানা গিয়েছে, আরো একটি ফুটবল মরশুমের জন্য নাকি তার সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা করছে ইমামি ম্যানেজমেন্ট। তবে এখনো পর্যন্ত সেই বিষয়টি চূড়ান্ত না হলেও খুব শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে সেটি। উল্লেখ্য, এবারের এই কলিঙ্গ সুপার কাপের ফাইনালে তার করা গোলেই শেষ মুহূর্তে খেতাব জয় করেছিল ময়দানের এই প্রধান। সেজন্য, সবকিছু মাথায় রেখেই লাল-হলুদের বর্তমান অধিনায়কের সঙ্গে বাড়নো হতে পারে চুক্তি।