সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন কুণাল

ফের একবার শিরোনামে উঠে এলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। মূলত লোকসভা ভোটের আগে এবার বড় ধাক্কা খেতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। তৃণমূল ছাড়লেন কুণাল ঘোষ? জল্পনা তুঙ্গে উঠেছে। কারণ কুণাল ঘোষের যদি এক্স হ্যান্ডেলের দিকে নজর দেওয়া যায় তাহলে সেখানে নিজের বায়ো থেকে রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কথাটি মুছে ফেলেছেন কুণাল ঘোষ।

এখন কুণাল ঘোষের বায়োতে শুধু লেখা সাংবাদিক এবং সমাজকর্মী। এদিকে এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে তিনিও কি এবার তৃণমূল ছাড়ার পথে? বৃহস্পতিবার রাতে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের এক্স হ্যান্ডেলে করা একটি পোস্ট ঘিরে শোরগোল পড়ে যায় বাংলায়।

   

সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন কুণাল

গতকাল তিনি লেখেন, “নেতা অযোগ্য, গ্রুপবাজ, স্বার্থপর। সারা বছর ছ্যাঁচড়ামি করবে, আর ভোটের মুখে দিদি, অভিষেক, তৃণমূলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে। সেটা বারবার হতে পারে না।”

এটাই প্রথম নয়। কুণাল ঘোষ বরাবরই ঠোঁটকাটা স্বভাবের। দলের অন্দরে হোক বা অন্য কোনও দল, কটাক্ষ করতে ছাড়েন না কাউকেই। সাম্প্রতিক সময়ে তাঁকে বেশ কয়েকবার দলের বিরুদ্ধেও কথা বলতে শোনা গিয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন