Mohun Bagan: বাগানের বিরুদ্ধে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ৩ ফুটবলার

আজকের ম্যাচ জিতলেই চলতি আইএসএল (ISL) ক্রম তালিকার দ্বিতীয় স্থানে ফের উঠে আসছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। ঘরের মাঠে প্রতিপক্ষ জামশেদপুর এফসি…

mohun bagan

আজকের ম্যাচ জিতলেই চলতি আইএসএল (ISL) ক্রম তালিকার দ্বিতীয় স্থানে ফের উঠে আসছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। ঘরের মাঠে প্রতিপক্ষ জামশেদপুর এফসি (Jamshedpur FC)। আন্তর্জাতিক বিরতির পর দুই দলের পারফরম্যান্স বদলে গিয়েছে অনেকটা। পয়েন্টের বিচারে জামশেদপুর এফসির থেকে মোহনবাগান সুপার জায়ান্ট এগিয়ে থাকলেও দুই দলের সম্প্রতি পয়েন্ট পেয়েছে ধারাবাহিকভাবে।

খালিদ জামিল কোচ হয়ে আসার পর থেকে শেষ পাঁচ ম্যাচে হারেনি জামশেদপুর। ফর্মে রয়েছে দলের একাধিক বিদেশি ফুটবলার। সেটাই বাগানের চিন্তার কারণ হয়ে উঠতে পারে। খালিদের কোচিংয়ে ভয়ঙ্কর দেখাচ্ছে জামশেদপুর এফসির তিন বিদেশি ফুটবলারকে- ড্যানিয়েল চিমা, জেরেমি মানজোরো, রেই তাচিকাওয়া। জামশেদপুর এফসির হয়ে বেশিরভাগ গোল করেছেন ড্যানিয়েল চিমা ও জেরেমি মানজোরো। রেই তাচিকাওয়া করেছেন তিন গোল। ইস্টবেঙ্গল থেকে লোনে ইস্পাতনগরীর ক্লাবে আসার পর গোল পেয়েছেন হাভিয়ের সিভেরিও।

   

১৭ ম্যাচে ২৩টি গোল করেছে জামশেদপুর। চিমা করেছেন ৬ গোল, মানজোরোর নামের পাশে ৫ গোল। প্রতিপক্ষের বক্সের বাইরে থেকে ফ্রি কিক পেলেই বিপজ্জনক হয়ে উঠছেন মানজোরো। তাঁর বেশ কিছু গোল এসেছে ফ্রি কিক থেকে। মোহনবাগান বাগান সুপার জায়ান্ট কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস এ বিষয়গুলো নিশ্চয়ই মাথায় রেখেছেন। এই ম্যাচে নিজেদের বক্সের আশেপাশে আরও সতর্কতা অবলম্বন করতে পারেন বাগান ফুটবলাররা। সম্প্রতি দু’টি অ্যাওয়ে ম্যাচে জিতেছে জামশেদপুর এফসি। মুম্বই সিটি এফসি, পাঞ্জাব এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয় পেয়েছে খালিদ জামিলের জামশেদপুর এফসি।

ভ্যেনু- বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা

সময়– ১ মার্চ, ২০২৪, সন্ধ্যা ৭.৩০

লাইভ টেলিকাস্ট ও স্ট্রিমিং

টিভি চ্যানেল: ডিডি বাংলা ও কালার্স বাংলা সিনেমা- বাংলা, স্পোর্টস ১৮ খেল- হিন্দি, স্পোর্টস ১৮ ১ এসডি ও এইচডি- ইংলিশ, ভিএইচ ১ এসডি ও এইচডি- ইংলিশ

অ্যাপ: জিও সিনেমা ও ওয়ানফুটবল